পেঁয়াজ!
তোমায় ছোঁবে কে আজ?
তোমার ঝাঁজে
চোখের মাঝে
কান্না নাচে যে আজ।
আদা!
শিলনোড়া সব হাঁদা।
রান্নাঘরে
যান না এখন
ভালই আছেন দাদা!
পেঁয়াজ!
তোমায় ছোঁবে কে আজ?
তোমার ঝাঁজে
চোখের মাঝে
কান্না নাচে যে আজ।
আদা!
শিলনোড়া সব হাঁদা।
রান্নাঘরে
যান না এখন
ভালই আছেন দাদা!
মন্তব্য প্রধান বন্ধ আছে।
পেঁয়াজ এর অতি মূল্যে জীবন দেখি দূর্বিষহ হয়ে উঠছে।
ধন্যবাদ দাদা
দাদার অবস্থা তাহলে ভালোই মনে হচ্ছে। আমরা আছি জ্বালায়।
ধন্যবাদ আপা
পেঁয়াজ! এই পেঁয়াজ আমার দৈনন্দিন জীবনকে নরক করে তুলেছে কবি।
ধন্যবাদ।
সুন্দর।
ধন্যবাদ। শুভকামনা
পেঁয়াজ ও আদা কাহিনী।
শুভেচ্ছা দাদা