কাশফুল ও শরত

কাশফুল কাশফুল শাদা বক ওড়ো
উঠোন ঘেঁষা বিলের গাঁও, সেথা গিয়ে পড়
সেথায় আমার ছোট্ট মাঠ কিশোর ছেলেবেলা
নীল আকাশে নামত রোদ খেলত পাশা খেলা
একটুখানি আঙ্গুল আমার ওই যে সবুজ বন
তার ভেতরে দাঁড়িয়ে থাকত কাকতাড়ুয়া মন

একফালি মেঘ বুনত ছায়া বকত সখির মুখ
রোদ গিয়ে তাই পড়ত গায়ে হলদে ধানের সুখ
মুক্তোদানায় হাসত সে যে গাইত জাদুর গান
অবুঝ মেয়ের যমজ মন-গায়ে লবণাক্ত ঘ্রাণ
তার ভেতরে ভাবনা জ্বলত-আঁকত গোপন কিছু
কাব্যপড়া লোক আমি-তার ছায়ে পিছুপিছু

কাশফুল কাশফুল শাদা বক ওড়ো
উঠোন ঘেঁষা বিলের গাঁও, সেথা গিয়ে পড়
শারদী সেদিন এসেছিল শুক্রবারের হাটে
আমি তার শিশির ছিলুম বাতাস পরা শার্টে
যেতে পার আমার নামে সেথা থাকার খোঁজে
সে যে কেবল ডুব রুপসী নতজানুর মাঝে

টিপু সুলতান সম্পর্কে

টিপু সুলতান লেখক নামঃ আদি সানম ১২ অক্টোবর ১৯৮৬ কেশবপুর, যশোর। বাংলাদেশ। জীবন বৃত্তান্ত; লিকলিকে স্বচ্ছ ক্যানভাস নদীর শরীরে উপচে পড়া প্রেমালিকার ঢেউ, স্রোতস্বিনী কল্লোলঃ প্রথম বার্তা,সবুজ আফ্রোদি উদ্দ্যানে গানের বাঁশিতে সংগীত শোনায়- লেবুগাছ ঘ্রাণ-আলাজ শরবত আমার পূর্ণানন্দ, নক্ষত্র-পৃথিবীপৃষ্ঠ হৃদয়বীণা রোদে পোড়া সখিনার রক্ত,শাদা দুধের মা; কালোত্তীর্ণ সন্তান আমি তাঁর শেষ অনন্দটুকুর ছায়ানট- মানুষ হয়ে ওঠা প্রবাদ ও সংলাপ। ★ প্রথম কাব্যগ্রন্থঃ গৃহ কারাগার।২০১৭ ইং। নৃ প্রকাশন,ঢাকা। প্রচ্ছদঃ কাব্য কারিম। ★ যৌথ কাব্যগ্রন্থ থেকে জাতীয় ম্যাগাজিন,লিটল ম্যাগ, পোর্টাল, জাতীয় পত্রিকাসহ বিভিন্ন ব্লগে টুকিটাক লেখালেখি। প্রিয় বাক্যঃ আমি ভালো আছি, তুমি...

7 thoughts on “কাশফুল ও শরত

  1. ক্ষণিক জীবনের গল্প। অভিনন্দন কবি মি. টিপু সুলতান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. আজকের কবিতার বক্তব্য বা চিত্র আলগা হয়নি। বেশ জোড়ালো মনে হলো কবি। :)

  3. কবিতাটি এতোটাই প্রাণবন্ত যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। সুন্দর কবি টিপু ভাই।

  4. কবিতায় মন ভরে গেলো কবি টিপু সুলতান ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  5. কাশফুল এব শরত নিয়ে দারুণ উপস্থাপন। খুব ভালো লাগলো। শ্রদ্ধেয় কবি দাদাকে শুভেচ্ছা।       

মন্তব্য প্রধান বন্ধ আছে।