শরতাণু
নদীর নামে
নাম ধারণ করেছো
ডানে –বামে
কাশবন
থৈ থৈ
জলে বরণ করেছ নীল-
তরঙ্গের মত
উর্বশী স্তন …।
তবু কি- নদী হতে পেরেছ?
শরতাণু
নদীর নামে
নাম ধারণ করেছো
ডানে –বামে
কাশবন
থৈ থৈ
জলে বরণ করেছ নীল-
তরঙ্গের মত
উর্বশী স্তন …।
তবু কি- নদী হতে পেরেছ?
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শুভেচ্ছা জানালাম কবি। মন্তব্যের উত্তর দেবেন কিনা আমার জানা নাই।
কঠিন একটি বাস্তত প্রশ্নে কবিতার ইতি টেনেছেন স্যার। দারুণ।
সংক্ষিপ্ত এবং সুন্দর কবিতা কবি দাউদ ভাই।
শুভেচ্ছা প্রিয় কবি দা।
ভালোবাসা।
সুন্দর।