ভালোবাসার অঙ্গীকার………….

আকাশ জুড়ে জোছনার উৎসব
শান্ত চাঁদ, নারকেল গাছের ফাঁকে ফাঁকে তাঁরাদের মেলা
এই জ্যোৎসনায় সমুদ্রের হাওয়া কি যে মিষ্টি !
আমার শাড়ীর আঁচল সাগরের বেলায় বাতাসে উড়ছিল,
তুমি আর আমি সাগরের বালিয়াড়িতে হাঁটছিলাম।
তুমি আমার হাতটা ধরলে,
বললে চিরদিন আমায় এমন করে ভালোবাসবে তো ?
এই সমুদ্র এই আকাশ বাতাস চাঁদ কে সাক্ষী রেখে চিৎকার করে বললাম আমাদের ভালোবাসা চিরদিনের ভীষণ ভলোবাসি তোমায়,
চিরদিন তোমায় ভালোবেসে যাবো এই আমার তীব্র অঙ্গীকার,
মনে হলো তুমি আমি ভালোবাসার বৃষ্টিতে ভিজে যাচ্ছিলাম
ততক্ষণে তুমি আমাকে তোমার বাহুর আলিঙ্গনে বন্ধি করলে,
খুব কাছে একেবারে নি:শ্বাসের ও কাছাকাছি
চুম্বনে চুম্বনে প্রণয়সিক্ত হই দুজন দুজনে,
বুকের ধমনি শিরা উপশিরা হৃদয় পর্যন্ত ছুঁয়ে দাও তুমি,
কামনার শিহরণ জাগে প্রতিক্ষণে
জড়িয়ে নাও ওগো মায়ার বাঁধনে,
সবটুকু সুখ তোমায় দিয়ে হারিয়ে যেতে চাই তোমার মাঝে,
ভালোবেসে আমায় রূপান্তরিত করো সদ্য ফোঁটা আগুনের গোলাপে,
যেন তুমি নি:শ্বাসে ছুঁয়ে দিলেই ফুটবে কবিতা,
কখনো বা রূপান্তরিত করো ভোরের শিশির ভেজা শিউলি ফুলের স্নিগ্ধতা,
কখনো হৃদয়ে ঘটাও বজ্রপাত ঘর্ষণ বৃষ্টি ভীষণ উথাল পাথাল ঢেউ,
এ কেমন জলস্রোতের মায়ার লহর
আহ্ —
নিশিথে ভালোবেসে তুমি করাও জোছনায় স্নান,
তোমার প্রেমের অমিয় সুধা পান করে পৌঁছে গেছি সাগরের মোহনায়,
আমার অস্তিত্ব জুড়ে কেবল শুধুই তুমি……………

— ফারজানা শারমিন
১৭ – ১০ – ২০১৯ ইং

14 thoughts on “ভালোবাসার অঙ্গীকার………….

  1. কবিতায় অভিনন্দন কবি মৌসুমী শারমিন মৌসুমী। শুভ হোক দিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  2. শারমিন  নামের সাথে  স্বৈর্গিক ভালবাসা জড়িয়ে আছে, কবিতাতেও তার ছাপ পাওয়া গেলো, ধন্যবাদ ও শুভ কামনা।

  3. ভালোবাসা কবি বোন মৌসুমী শারমিন মৌসুমী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. নিশিথে ভালোবেসে তুমি করাও জোছনায় স্নান,
    তোমার প্রেমের অমিয় সুধা পান করে পৌঁছে গেছি সাগরের মোহনায়,
    আমার অস্তিত্ব জুড়ে কেবল শুধুই তুমি……………

     

    * অসাধারণ …. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।