হিমালয়ের হিমকন্যা নবরূপবিভায় ভেসে আসে হেমন্তে।
তুলতুলে মেঘরাশি নব উদ্দমে খেলে যায় দিগন্তে।
হিমবুড়ি আসে কুয়াশার আঁচল টেনে কাশের দোলায়।
নবোচ্ছাসে দোলা দিয়ে যায় সোনালী শীষে হিমেল হাওয়ায়।
কুয়াসা স্নাত শিউলি, বকুল অবগুণ্ঠনে ঢেকে
মৌ মৌ গন্ধে নব আয়োজনে নবান্নের ডাকে।
টুপ টাপ ঝরে শিশির শাল পিয়ালের বনে।
সুরে ছন্দে পাখা মেলে পাখিরা মেতে উঠে গানে।
চাঁদের ঝলসানি, তারাদের ঝলকানি নিশীথ শিশির
ঝিঁঝিঁর গান, জোনাকির আলোর সাজ হেমন্ত নিশির।
আশা জাগানিয়া নবজাগরণে নয়া কুটুমের সাধে,
আনন্দে ভরপুর বাড়ি খেজুর রসে পিঠে পায়েসের স্বাদে।
নয়া ধানে নব শিহরণে বড় কুটুম সাজায় বরণ ডালা।
শাঁখা সিঁদুরে বরণ করে, নব সুরে বদল করে মালা।।
18 thoughts on “অপরূপা হেমন্ত”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আশা জাগনিয়া নবজাগরণে নয়া কুটুমের সাধে,
আনন্দে ভরপুর বাড়ি খেজুর রসে পিঠে পায়েসের স্বাদে।
দেশের কথা মনে পড়লো। সুন্দর লিখেছেন কবি আপা।
ধন্যবাদ আপুনি এত তাড়াতাড়ি এত দূরে পৌছাতে পেরেছি খেজুর রসের অকৃত্রিম শুভেচ্ছা
নয়া ধানে নব শিহরণে বড় কুটুম সাজায় বরণ ডালা।
শাঁখা সিঁদুরে বরণ করে,নব সুরে বদল করে মালা।
এই হচ্ছে হেমন্তের রূপ। সুন্দর।
হেমন্তেই মনে হয় সিজন শুরু হইত আগের দিনে। ভালো লাগলো মন্তব্যে শুভকামনা নিরবধি
উৎসবের ঋতু হেমন্তকাল।
ধন্যবাদ নবান্নের শুভেচ্ছা রইলো ভাইয়া
ধন্যবাদ দাদা ঠিক তাই নবান্নের শুভেচ্ছা রইলো
হেমন্তের ডাক। দারুণ কবি বোন ছন্দ হিন্দোল।
ধন্যবাদ দাদা গোলা ভরা থাক বাপের বাড়ি নাইউর যাক হেমন্তের আনন্দ আপনার জন্য শুভ কামনা অবিরাম
প্রকৃতির সুন্দর কবিতা প্রিয় কবি দিদি ভাই।
ধন্যবাদ দিদি শুভকামনা সুন্দর মন্তব্যের জন্য
হেমন্তের শুভেচ্ছা আপা।
ধন্যবাদ শিউলী র শুভেচ্ছা আপুনি
চাঁদের ঝলসানি, তারাদের ঝলকানি নিশীথ শিশির
ঝিঁঝিঁর গান, জোনাকির আলোর সাজ হেমন্ত নিশির।
চাঁদের ঝলসানি, তারাদের ঝলকানি নিশীথ শিশির
ঝিঁঝিঁর গান, জোনাকির আলোর সাজ হেমন্ত নিশির।
* প্রকৃতির উপকরণে সমৃদ্ধ কবিতা আমার বেশ ভালো লাগে….
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া প্রকৃতি যেমন রং বদলায় মানুষের মনেও নাড়া দিয়ে যায় ভালো লাগলো আমারও শুভকামনা অজস্র
হেমন্তের শুভাগমনের সাথে আপনার লেখা কবিতা পড়ে মুহূর্তেই সব ভুলে গেলাম। কারণে অকারণে।
ধন্যবাদ দাদা মনটা ভালো থাক তাই লে সব কিছুর উপর অধিপত্য করা যায়
অনাবিল শুভকামনা