হায়রে গুজব

আজবপুর ইউনিয়ন নিবাসী মর্জিনার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। মর্জিনার পিতা বজলু মেম্বারের সাথে শত্রুতার জেরে আইডিটি হ্যাক করা হয়েছে। ওই আইডি থেকে ইনবক্স রোমান্সের যেসকল স্ক্রীনশট প্রকাশ করা হয়েছে সেসব সত্য নয়, আরজু মেম্বারের ছেলের সাথে তোলা ছবিগুলো ফটোশপে এডিট করা।

মর্জিনার পর ফেসবুক আইডি হারালেন পিতা বজলু মেম্বার। ধারণা করা হচ্ছে আরজু মেম্বারের লোকজন আইডিটি হ্যাক করতে পারে। বজলু মেম্বারের আইডি থেকে চেয়ারম্যান আক্কাস আলীর সাথে মেসেঞ্জারে অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজী বিষয়ক আলাপের যে স্ক্রিনশট প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। চেয়ারম্যান আক্কাস আলী ঘটনার নিন্দা জানিয়ে ফেসবুকের মালিক ও আইডিকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়ার দাবী জানিয়েছেন।

আবারও আইডি হ্যাক। ভীষমগঞ্জ উপজেলার চেয়ারম্যান আক্কাস আলীর ফেসবুক আইডি হ্যাক হয়েছে। হ্যাক হওয়া আইডি থেকে টাকা পাচার, টেন্ডারবাজী, জমি দখল ও অস্ত্রব্যবসা নিয়ে স্থানীয় এমপি’র সাথে আক্কাস আলীর মেসেঞ্জার আলাপের স্ক্রিনশট প্রকাশ করা হচ্ছে। এছাড়া আইডিতে শেয়ার করা দু’টো কল রেকর্ডে চেয়ারম্যানের সাথে চাঁদা ও জুয়ার টাকার ভাগ বাটোয়ারা নিয়ে এমপি’র উত্তপ্ত কথোপকথন শোনা গেছে। চেয়ারম্যান আক্কাস আলী দাবী করেছেন এমপি’র সাথে সম্পর্ক নষ্ট করার লক্ষ্যে আইডি হ্যাক করা হয়েছে। এদিকে আক্কাস আলী নামে কাউকে চেনেন না বলে জানিয়েছেন স্থানীয় এমপি সৈয়দ মোদাব্বের খান চৌধুরী।

উপজেলা চেয়ারম্যানের আইডির পর হ্যাক হলো ভীষমগঞ্জ-খাদকপুর আসনের সাংসদ সৈয়দ মোদাব্বের খানের ফেসবুক আইডি। হ্যাকের পর ওই আইডির টাইমলাইনে সাংসদের সাথে ক’জন নারীর আপত্তিকর ভিডিও শেয়ার করা হয়। পরবর্তীতে ভিডিওগুলো মুছে দিয়ে এলাকার শীর্ষ সন্ত্রাসীদের সাথে আড্ডা ও মদ্যপানের ছবি শেয়ার করা হয়। এছাড়া তিনজন মন্ত্রীর সাথে তদবির বাণিজ্য ও কাজের জন্য ঘুষের রেট নির্ধারণ নিয়ে আলাপের ফোনকল রেকর্ডটি ভাইরাল হয়ে পরে। সাংসদ জানিয়েছেন এসব গভীর ষড়যন্ত্রের অংশ। অবশ্য, তিনজন মন্ত্রীই হ্যাকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফটোশপে বানানো ভয়েজকল রেকর্ড দিয়ে জাতিকে বিভ্রান্ত করা যাবেনা। জাতি ঐক্যবদ্ধভাবে এই হ্যাকিং সংকট মোকাবেলা করবে।

দুর্বিষহ হয়ে উঠছে হ্যাকিং পরিস্থিতি। একই দিনে তিন মন্ত্রীর ফেসবুক আইডি হ্যাক করেছে দুষ্কৃতকারীরা। হ্যাক হওয়া আইডিগুলোর টাইমলাইনে শেয়ার করা হচ্ছে মন্ত্রী ও সরকারি দলের শীর্ষ নেতাদের দুর্নীতির বিবরণ। হ্যাকের শিকার হওয়া তিন মন্ত্রীই দাবি করেছেন এসব পোস্ট, মেসেঞ্জার আলাপ, ফোনকল রেকর্ড সবই ফটোশপে তৈরী করা। মন্ত্রীদের সমর্থকরা ‘ফেসবুকের ফাঁসি চাই’ ও ‘ফটোশপের ফাঁসি চাই’ শ্লোগান দিয়ে বিক্ষোভ করেছেন। এদিকে ‘সাপ নয়, কেঁচো খুঁড়লে বেরিয়ে পরবে বিশাল বিশাল ডায়নোসার’ বলেছেন বিশ্লেষকরা।

হ্যাকিং বিষয়ে যথাযথ তদন্ত শেষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. বায়বীয় চৌধুরী। হ্যাক হওয়া আইডিগুলোর টাইমলাইনে শেয়ার হওয়া তথ্য সত্য প্রমাণিত হলে মন্ত্রীদেরও ছাড় দেওয়া হবেনা। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, হ্যাকিং প্রতিরোধে ফেসবুক নিষিদ্ধ করার চিন্তা ভাবনা চলছে। সেক্ষেত্রে বিটিভি দিয়ে ফেসবুক চালানোয় কোনো বিধিনিষেধ থাকবে না।

18 thoughts on “হায়রে গুজব

  1. হ্যাকিং প্রতিরোধে ফেসবুক নিষিদ্ধ করার চিন্তা ভাবনা চলছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cry.gif সেক্ষেত্রে বিটিভি দিয়ে ফেসবুক চালানোর আধুনিকতা মেনে নেয়া যেতে পারে। devil

  2. দুর্বিষহ হয়ে উঠছে হ্যাকিং পরিস্থিতি। বিশেষ করে কথিত হ্যাকিং পরবর্তী পরিস্থিতি। 

  3. আজবপুর ইউনিয়ন নিবাসী মর্জিনা। ভীষমগঞ্জ উপজেলার চেয়ারম্যান আক্কাস আলী। খাদকপুর আসনের সাংসদ সৈয়দ মোদাব্বের খান। স্বরাষ্ট্রমন্ত্রী ড. বায়বীয় চৌধুরী। পরিশেষ বিটিভি দিয়ে ফেসবুক চালানো নিরাপদ এই পরামর্শই ভালো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  4. * হ্যাকিং বন্ধে কার্যকরী পদক্ষেপ নেয়া উচিৎ….

  5. ফেসবুক চিরতরে বন্ধ করে দেওয়া উচিৎ বলে আমি মনে করি। এই ফেসবুকের কারণের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি আমারা এদেশের বেয়াক্কেল কিছু হিন্দু। যারা বুঝে-না-বুঝেও স্বাদের ফেসবুক চালাচ্ছে। 

    আর কিছুই লিখলাম না বললামও না।      

  6. ফেসবুক যেন আমাদের রক্তে মিশে গেছে। নাইতে খাইতে ঐ ফেসবুক। এই আসক্তি পারিবারিক জীবনকেও দূর্বিষহ করে তুলেছে। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।