মেঘ বিলাস

তপ্ত শহর, দগ্ধ হাওয়ার উত্তাপে আজ পুড়ছে
মেঘলাবেলার সন্তাপে হায় আমার মনও উড়ছে।

পুবের আকাশ, বৃষ্টি চমক, মেঘের বাড়ি ঘেঁষে,
কালবোশেখী ক্লান্তি ভোলায় তরঙ্গ উন্মেষে।

একটা ফোঁটা, দুটো ফোঁটা, ভিজছি আমি নিজে
গুনতে গুনতে শার্সিখানাও কখন গেল ভিজে।

শার্সি ভিজল, হাত ভিজল, ভিজলো পায়ের পাতা,
মনের কোনের আর্শিখানার ভেজার আকুলতা!

মন জুড়ানো, প্রাণ জুড়ানো বৃষ্টি তখন পড়ে
মন মেতেছে ভীষণ তখন কালবোশেখী ঝড়ে

বাদলা বাতাস, জলসা আকাশ ফিসফিসানি সুর,
সুর তুলেছে বৃষ্টি জলে, পথ যে সমুদ্দুর।

চোখ যে তখন মেঘের সাথে বৃষ্টি ধোয়ার ছলে,
হাওয়ার সাথে ছুটতে ছুটতে রঙিন কথা বলে।

এক যে আছে মিঠে আলো, এক যে শাওন দস্যি,
খিলখিলিয়ে বলতে থাকে, বৃষ্টি- ভেজা-নস্যি।

বাঁধন বাঁধা, পাখির ডানা, গভীর চোখের মুক্তি
স্বপ্নগুলো জমছে যেন, ঝিনুক বুকে শুক্তি।

.
(‘প্রেমিকের নাম আগুন ‘ বই থেকে একটি কবিতা)

18 thoughts on “মেঘ বিলাস

  1. বাঁধন বাঁধা, পাখির ডানা, গভীর চোখের মুক্তি
    স্বপ্নগুলো জমছে যেন, ঝিনুক বুকে শুক্তি।

    স্বস্তি পেলাম কবি রিয়া চক্রবর্তী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. সুন্দর ছন্দ কথায় সুন্দর কথামালা। অভিনন্দন প্রিয় কবি বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. বৃষ্টি এলেই নগরের অলিগলি আপনার কবিতার ছন্দে ছন্দে নদী হয়ে যায়। দুইদিন যদি একনাগাড়ে থাকে বৃষ্টি সে তো সমুদ্রে গড়ায়। তাই এই হেমন্তে আপনার কবিতা পড়ি মনের মুগ্ধতায়।            

    1. সুন্দর মন্তব্য। অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি নিতাই দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. শার্সি ভিজল, হাত ভিজল, ভিজলো পায়ের পাতা,
    মনের কোনের আর্শিখানার ভেজার আকুলতা!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif 

    সুন্দর ………

  5. বাদলা বাতাস, জলসা আকাশ ফিসফিসানি সুর,
    সুর তুলেছে বৃষ্টি জলে, পথ যে সমুদ্দুর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  6. মেঘলাবেলার সন্তাপে হায় আমার মনও উড়ছে। শুভেচ্ছা কবি দি। :)

  7. মন জুড়ানো, প্রাণ জুড়ানো বৃষ্টি তখন পড়ে
    মন মেতেছে ভীষণ তখন কালবোশেখী ঝড়ে

     

    * কবিতাটি পড়ে মন জুড়িয়ে গেল প্রিয় কবি দি… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  8. সুন্দর  ছন্দময় কাব্য দিদি, ৬৫সালে এক দম্পতি  এসেছি লেন হাওড়া  থেকে  আমাদের পাশের বাসায়  থাকতো ওরা জানালা কে  শাসি বলত পশ্চিম বঙ্গে বা হাওড়ায় তাই  বলে শুভকামনা নিরবধি https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।