টিপটিপ বৃষ্টিদিন আজ ভেজা হাওয়ায়,
ঝোড়ো মন এলোমেলো লুটোপুটি খায়,
কাঁপে তিরতিরে আকাশ একেলা শীতশয্যায়।
এ আমি একাকীত্ব খুব ভালোবাসি বলে,
চেয়ে দেখি নাই, তুমি এলে নাকি চলে গেলে,
ভালো বেসেছিলে, নাকি মন নিয়ে খেলেছিলে?
এসবই খুব অবান্তর মনে হয় আজ জানো,
বিপনি বিতানে যেন কতো মন থরে থরে সাজানো।
তুলে নিতেই পারো কোনোটা তার খেলার ছলে,
হারাতেও পারো ইচ্ছে করেই হারাবার সাধ হলে।
লিখায় শব্দমিলের আবহ অনেক সুন্দর হয়েছে কবি রোখশানা রফিক। শুভ সকাল।
সুন্দর লিখেছেন আপা। আভিনন্দন জানবেন।
মন্তব্যে স্বয়ং কবি'র সাথে শব্দ বিনিময় হলে ভালো লাগে। ভালো লিখেছেন আপা।
চেয়ে দেখি নাই, তুমি এলে নাকি চলে গেলে,
ভালো বেসেছিলে, নাকি মন নিয়ে খেলেছিলে?
জীবনের খণ্ডিত ট্রাজেডি। শুভেচ্ছা প্রিয় দিদি ভাই।
ভালো লেগেছে

ভালোবাসা কবি বোন রোখশানা রফিক।
শুভেচ্ছা নেবেন আপা।