বৃন্ত থেকে একটি
কুঁড়ি ঝরে গেলে
গাছের আরও
পুষ্পদল মেলে।
কিন্তু তা বলে
ঝরে যাওয়া
ফুলের ব্যথা
মেটেনা কোনো কালে।
এরা বন্ধু হয়ে ঝরে যায়,
এরা ভালোবেসে সরে যায়,
এরা ঘর বেঁধে দলে পায়,
এতে এরা খুব ভালো পায়।
আমার মনের অপার করুণা,
সব ঝরে যাওয়া পুষ্পে বোনা,
এসব মূর্খের তরে, অন্য কারো না!