দিবাকর

উদয়ের পথে সোনার থালাটি
সোনালী আভা ছড়িয়ে জাগিয়ে তোলে সৃষ্টি।
বুকে জাগায় সাহস প্রাণে জাগায় আশা
জানিয়ে যায় সবাইকে সমান ভাবে ভালবাসা।
অকৃপণ হাতে ছড়ায় তার দান
সাধ্য কি কারো দিতে পারে প্রতিদান।
সোনালী আলোয় দিগন্তে মাখামাখি
ঘাসের শিশিরে ছড়ানো যেন মুক্তরা রাশি রাশি।
দুপুরে তীব্র তেজে গগনে আগুন ঢালে
আবিস্কৃত হয়েছে সৌর শক্তি বলে।
যোগান দিচ্ছে উপাত্ত হিসাবে বিজ্ঞানের মহা অভিযানে
কাজে লাগাবে আগামী প্রজন্ম নিজেদের কল্যানে।
বিকেলের রোদ্র ছায়ার মিষ্ট আমেজে
ভরে উঠে সকলের মন খোশ মেজাজে।
দূর করে সারাদিনের কর্মক্লান্তি
আনে দেহ মনে শান্তি।
ধুসর গোধুলি লগ্নে দেখি দাড়িয়ে সাগর পাড়ে
কর্মক্লান্ত দীবাকর অস্তমীত সাঁঝের আধারে।

16 thoughts on “দিবাকর

  1. কোথাও কোথাও ছন্দ পতন হলেও লিখেছেন এই স্বস্তির অভিনন্দন নেবেন আপা। :)

    1. ধন্যবাদ ভাইয়া মনোযোগ দিয়ে পড়বার জন্য  শুকরিয়া শুভকামনা রইল 

  2. উদয়ের পথে সোনার থালাটি
    সোনালী আভা ছড়িয়ে জাগিয়ে তোলে সৃষ্টি।

    ঘুম থেকে জেগে উঠে সূর্যের হাসিমাখা আলো দেখতে দেখতেই বেঁচে আছি আমরা সকলে। আমিও বাঁচি, সে-ও বাঁচে।     

    সত্যি অসাধারণ লাগলো!  

    1.  ঠিক তাই   সব ওতোপ্রোতো ভাবেই জড়িয়ে আছে  কারো অবদান  কম নয় সূর্য  চন্দ্র  রোদ বৃষ্টি  সবাই  জীবন বাঁচাতে নিয়োজিত স্রষ্টার দান  সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ শুভকামনা দাদা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. ধন্যবাদ দাদা ভালো লাগলো আমারও শুভকামনা নিরবধি https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. ধুসর গোধুলি লগ্নে দেখি দাড়িয়ে সাগর পাড়ে
    কর্মক্লান্ত দীবাকর অস্তমীত সাঁঝের আধারে।

     

    * শুভরাত্রি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।