শ্রাবণী মেঘের ঠিকানা………
বুকের গভীরে কতো যে রয়ে যায় না বলা গল্পকথা
স্বপ্নময়ী মায়াবী জগতে হঠাত্ ফুলের সৌরভে ভরিয়ে যায় সমস্ত শুন্যতা,
যথারীতি করে যায় লুকোচুরি
ওই চোখের মাঝে ছিল অথৈ জলের গভীরতা,
সময়ের ছায়া লিখে যায় কিছু মৌন ইতিহাসের তালিকা,
অন্তর্লীন দুঃখগুলো কেবলই কাঁদায়,
মায়াবী করুন আর্তনাদে কেঁপে ওঠে আত্মা ঘোর অমাবস্যায়,
গোটা পৃথিবী নিমগ্ন একাকার তবুও প্রানে জ্বলছে রহস্যময়ী প্রনয়ের সঞ্চার
হৃদয়ের অদৃশ্য আগুন ক্ষনিকের ব্যপার
সবকিছুই শেষ হয়ে যায় সময়ের স্রোতে
সমস্ত ব্যথা বেদনার অবসান ঘটে
জীবন বহে যায় জীবনের নিয়মে পড়ে রয় কিছু স্মৃতি হৃদয়ের গহীনে,
এ কেমন সম্পর্ক যার কোন নাম দেয়া যায়না
এ কেমন প্রেম ধরা যায় না ছোঁয়া যায়না ভেসে আছে বিমূর্ত আয়না,
এ কেমন চাওয়া দূর থেকেই অনেক গভীরে পাওয়া
এ কেমন ফাগুন নাকি প্রেমের আগুন
কোথায় এর শুরু কোথায় গিয়ে শেষ শুধুই অনুভবে কেন ছুঁয়ে থাকা ?
এলোমেলো আঁচল উড়িয়ে খুঁজি শ্রাবনী মেঘের ঠিকানা,
যেমন মিহি রেশমী সুতোয় এক জীবন গাঁথা,
আর লিখে যায় তোমার আমার আবছা বিহানের হেঁটে যাওয়া এক বৃতান্ত……….
— ফারজানা শারমিন
০৪ – ১১ – ২০১৯ ইং
আপনার কবিতার একজন ভক্ত আমি। শুভেচ্ছা নেবেন আপা।
কৃতজ্ঞতা হে প্রিয়জন , ভীষণ খুশি হলাম…………..
জীবন বহে যায় জীবনের নিয়মে পড়ে রয় কিছু স্মৃতি হৃদয়ের গহীনে,
এ কেমন সম্পর্ক যার কোন নাম দেয়া যায়না
*


ধন্যবাদ আপনাকে………….
রোম্যান্টিক কবিতায় ভালোবাসা কবি বোন ফারজানা শারমিন।
ধন্যবাদ আপনাকে………….
এ কেমন ফাগুন নাকি প্রেমের আগুন
কোথায় এর শুরু কোথায় গিয়ে শেষ শুধুই অনুভবে কেন ছুঁয়ে থাকা ?
ধন্যবাদ আপনাকে………..
সুন্দর।
আমি কিন্তু এখানেই থেমে গেলাম! থেকেও গেলাম নিজের ভাবনায়! কিছু বাস্তব জীবনের ইতিকথা যখন কিছু কবির কবিতায় দেখতে পাই। তখনই আপন মনে নিজে থেকে থমকে দাঁড়াই। সেই কবিদের তালিকায় আপনিও একজন। শুভকামনা সবসময় থাকলো।
শ্রাবণী মেঘের ঠিকানায় …
বুকের গভীরে কতো যে রয়ে যায় না বলা গল্পকথা
স্বপ্নময়ী মায়াবী জগতে হঠাত্ ফুলের সৌরভে ভরিয়ে যায় সমস্ত শুন্যতা।