কে রয়েছ মান ভাঙানোর
কে রয়েছ দরদী নারী-
এখনও যৌবন আমার
পেতে চায় অবুঝ সংসার-
কোন নরকী জনম তুমি
কোন নবাবী আশপাশ
এই বয়সের প্রতিচ্ছবি
এই বয়সের শ্রেষ্ঠ সময়
আঙ্গুলের পর্বে শেষ চায়-
কে রয়েছ মান ভাঙানোর
কে রয়েছ দরদী নারী-
এখনও যৌবন আমার
পেতে চায় অবুঝ সংসার-
কোন নরকী জনম তুমি
কোন নবাবী আশপাশ
এই বয়সের প্রতিচ্ছবি
এই বয়সের শ্রেষ্ঠ সময়
আঙ্গুলের পর্বে শেষ চায়-
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সুন্দর এবং সংক্ষিপ্ত কবিতা প্রিয় কবি ভাই।
মন ভরলো না কবি মি. টিপু সুলতান। কলেবর খানিকটা বাড়িয়ে নেয়া যেতো কিন্তু।
ভালোবাসা কবি টিপু সুলতান ভাই।
সুন্দর।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা।
* শুভ কামনা কবির জন্য….
বেশ লিখেছেন।
অনিন্দ্য