মাঠে মাঠে সোনা ধান……. হেমন্তের গান (ষষ্ঠ পর্ব)

মাঠে মাঠে সোনা ধান……. হেমন্তের গান (ষষ্ঠ পর্ব)
সম্পাদনা ও কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

কার্তিকের ধানের খেতে খেতে ভরে আছে সোনা ধান। এসেছে সোনা ধানে নতুন শীষ। নতুন ধানের মৌ মৌ গন্ধ ভাসে বাতাসে। মাটির গন্ধে পরাণ পাগল করে। নবান্নের পিঠা তৈরির ধুম পড়ে যায়। ঘরে ঘরে নতুন ধানের খই, চিড়া ভাজা আর ঢেকির শব্দে মেতে ওঠে সারা গাঁ। সারা গাঁয়ের চাষীরা সবাই সারাদিন মাঠে ধান কাটার কাজে ব্যস্ত। ধান কাটা, আঁটি বাঁধা অনেক কাজ। বিরাম নেই। চলে সারাদিনের সংগ্রাম। শেষ হয় সূর্য যখন পশ্চিমে ঢলে। তারপর নামে সাঁঝের আঁধার।জোনাকিরা দিঘির গাছে গাছে জ্বলতে থাকে। অনেক পরে আকাশে চাঁদ ওঠে। চাঁদের আলোয় গাঁয়ের ছবি ফুটে ওঠে। মধ্যরাতে বাগদী পাড়ার মাঠে শেয়াল ডাকে। পথের কুকুরগুলো অবিরাম ঘেউ ঘেউ করে ক্লান্ত হয়ে পড়ে। পূবের আকাশ রাঙা হয়ে আসে। আসে নতুন আলো, আসে নতুন সকাল, ……………নতুন দিন, খুশির দিন, নবান্নের দিন।

মাঠে মাঠে সোনা ধান….. হেমন্তের গান
গীতি কবিতা-৬ (ষষ্ঠ পর্ব)

কবি লক্ষ্মণ ভাণ্ডারী

কুয়াশামাখা মেঘের থেকে
হিম পড়ে কচি ঘাসে,
সোনাধানে খেত ভরে আছে
রাঙা পথের দুপাশে।

চাষীরা কাটে মাঠের ধান,
মাটির সুরে বাউল গান,
একতারায় জুড়েছে তান,
সেই সুর ভেসে আসে।

কুয়াশামাখা মেঘের থেকে
হিম পড়ে কচি ঘাসে।

প্রভাত পাখিরা গাছে গাছে
গীত গায় ও খুশিতে নাচে,
পুলক জাগে ধরার মাঝে,
ওঠে রবি পূবাকাশে।

কুয়াশামাখা মেঘের থেকে
হিম পড়ে কচি ঘাসে।

আলোয় ভরা ভুবন পরে
দিঘির জলে কিরণ ঝরে,
ফুলের গন্ধে হৃদয় ভরে,
ফুল বাগানের পাশে।

কুয়াশামাখা মেঘের থেকে
হিম পড়ে কচি ঘাসে।
সোনাধানে খেত ভরে আছে
রাঙা পথের দুপাশে।

লক্ষ্মণ ভাণ্ডারী সম্পর্কে

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কাব্যচর্চার সাথে সাথে তিনি সাহিত্যচর্চাও করেন। গল্প ও রম্য রচনা আর ছোট গল্প লিখেন। বহু একাঙ্ক নাটকও তিনি লিখেছেন। অন্ধকারের অন্তরালে, সমাজের শত্রু ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বহু যাত্রাপালা -সোনা ডাকাত, শ্মশানে জ্বলছে স্বামীর চিতা উল্লেখযোগ্য। কবির অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে বিচারক মণ্ডলী তাঁকে বহু সম্মানে ভূষিত করেছেন। লক্ষ্মণ ভাণ্ডারী একাধারে কবি ও অপর দিকে লেখক। তার লেখা “আমার গাঁ আমার মাটি”, আমার প্রিয় শহর জামুরিয়া, আমার প্রিয় শহর কুলটি, আমার প্রিয় শহর আসানসোল, আমার প্রিয় শহর রাণীগঞ্জ বহু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। লক্ষ্মণ ভাণ্ডারী প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি অন্য ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। তিনি বিশ্বাস করেন সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই ধর্মে আলাদা হলেও আমরা সবাই ভাই ভাই।

18 thoughts on “মাঠে মাঠে সোনা ধান……. হেমন্তের গান (ষষ্ঠ পর্ব)

  1. প্রবাসে আছি বহুকাল। তারপরও মাঠে মাঠে সোনা ধান….. হেমন্তের গান কথাটা শুনলেই দেশের কথা মনে পড়ে। আপনাদের সুবাদে দেশ মায়ের গন্ধ পাই। ধন্যবাদ কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয় কবিবোন।
      আন্তরিক শুভেচ্ছা রইলো।
      জয়গুরু!

  2. আসে নতুন আলো, আসে নতুন সকাল, নতুন দিন, খুশির দিন, নবান্নের দিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয় কবি।
      আন্তরিক শুভেচ্ছা রইলো।
      জয়গুরু!

  3. প্রভাত পাখিরা গাছে গাছে, গীত গায় ও খুশিতে নাচে,
    পুলক জাগে ধরার মাঝে, ওঠে রবি পূবাকাশে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয় কবি।
      আন্তরিক শুভেচ্ছা রইলো।
      জয়গুরু!

  4. গীতি কবিতায় অভিনন্দন কবি লক্ষ্মণ ভাণ্ডারী। শুভদিন শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আপনার সুন্দর মন্তব্যে আপ্লুত হলাম প্রিয় কবি।
      সাথে থাকুন। শুভরাত্রি।
      জয়গুরু!

    1. সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয় কবি।
      আন্তরিক শুভেচ্ছা রইলো।
      জয়গুরু!

    1. সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয় কবিবোন।
      আন্তরিক শুভেচ্ছা রইলো।
      জয়গুরু!

    1. সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয় কবিবোন।
      আন্তরিক শুভেচ্ছা রইলো।
      জয়গুরু!

  5. চাষীরা কাটে মাঠের ধান,
    মাটির সুরে বাউল গান,
    একতারায় জুড়েছে তান,
    সেই সুর ভেসে আসে।

    শহরে থেকে এখন আর সেসব বাউল গান শোনা যায় না। আস্তে আস্তে সবই যেন হারিয়ে যাচ্ছে। 

    শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় কবি দাদা।         

    1. সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয় কবি।
      সাথে থাকবেন। প্রত্যাশা করি।
      আন্তরিক শুভেচ্ছা রইলো।
      জয়গুরু!

  6. মাঠে মাঠে সোনা ধান। হেমন্ত তো এমনই হওয়া চাই। :)

    1. সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয় কবিবোন।
      আন্তরিক শুভেচ্ছা রইলো।
      জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।