মাঠে মাঠে সোনা ধান……. হেমন্তের গান (নবম পর্ব)
তথ্য সংগ্রহ, সম্পাদনা ও কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
হেমন্তের সকাল বেলা আবছা কুয়াশায় ঢাকা থাকে চারিদিকের মাঠঘাট।সকালে ধান গাছের ডগায় যে শিশির জমে থাকা তা হেমন্তের জানান দেয়। সকালের প্রথম রোদের বর্ণচ্ছটায় গাছের পাতাগুলো খিলখিল করে হেসে ওঠে। দৃষ্টিসীমা যতদূর গিয়ে পৌঁছে দেখা যায়, আলোকজ্জ্বল অপূর্ব একটি সকাল তার অভাবনীয় সৌন্দর্য নিয়ে অপেক্ষমান। গাছেদের নরম-কচি পাতাগুলোর ফাঁকে ফাঁকে মিষ্টি রোদ আর সুনীল আকাশ যেন হাতছানি দিয়ে ডাকে। হেমন্তের রাতে মেঘমুক্ত আকাশে জোৎস্নার আলো মাটির ঘরের উঠোনে ছড়িয়ে পড়ে।
আর এই সময়ে হালকা শীত অনুভূত হয়। ধান কাটার ঋতু হলো এই হেমন্ত। হেমন্তের প্রথম মাস কার্তিকে ধান পরিপক্ক হয়, আর তখনই ধান কাটার উপযোগী হয়। আর এই হেমন্তে শুরু হয় কৃষকের ঘরে ফসল তোলার প্রস্তুতি। কাস্তে হাতে কৃষকরা মাঠে মাঠে আমন ধান কাটায় ব্যস্ত হয়ে পড়ে। আর নতুন ফসল দেখে কৃষকের মুখে ফুটে ওঠে হাসি।
বাংলার শস্যভিত্তিক একটি লোকউৎসব হল নবান্ন। হেমন্তের ফসল কাটাকে কেন্দ্র করেই নবান্ন উৎসবের সূচনা হয় নবান্নের উৎসব, নবান্ন অর্থ- নব নতুন আর অন্ন ভাত।
মাঠে মাঠে সোনা ধান….. হেমন্তের গান
গীতি কবিতা-৯ (নবম পর্ব)
কবি লক্ষ্মণ ভাণ্ডারী
রাঙাপথ ধরে চাষী আসে কাস্তে লয়ে,
দূরেতে অজয় নদী বেগে চলে বয়ে।
শাল পিয়ালের বনে মুরগীরা ডাকে,
গরু ও বাছুর চরে রাঙা পথে বাঁকে।
পাতায় পাতায় ঝরে রাতের শিশির,
দুই ধারে ধান খেত অজয়ের তীর।
চাষী মাঠে কাটে ধান সারাদিন ধরে,
সাঁঝেরবেলায় সবে ফিরে আসে ঘরে।
মাঠেমাঠে সোনাধান ঘুঘুপাখি আসে,
বনটিয়া এসে বসে আলপথে ঘাসে।
ধানশালিকের দল মাঠে করে খেলা,
অবশেষে ধানমাঠে পড়ে আসে বেলা।
সাঁঝ নামে দীপ জ্বলে প্রতি ঘরে ঘরে,
বাজে শঙ্খ বাজে ঘণ্টা দেবীর মন্দিরে।
বাংলার শস্যভিত্তিক একটি লোকউৎসব হল নবান্ন। হেমন্তের ফসল কাটাকে কেন্দ্র করে নবান্ন উৎসবের সূচনা হয়। নবান্নের উৎসব, নবান্ন অর্থ- নব নতুন আর অন্ন ভাত। সুন্দর আয়োজনের বিশেষ লাইন দু'টি রিপিট করলাম কবি।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। প্রিয়কবিকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
আগামীকাল শেষ পর্ব প্রকাশ দেবো। সাথে থাকবেন।
আশা রাখি। জয়গুরু!
মাঠে মাঠে সোনা ধান … হেমন্তের গান। এই ই চিরন্তন এই ই আবহমানকাল।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। আগামীকাল শেষ পর্ব প্রকাশ দেবো।
সাথে থাকবেন।আশা রাখি। জয়গুরু!
গীতি কবিতায় বরাবরের মতো অভিনন্দন কবি মি. কবি লক্ষ্মণ ভাণ্ডারী।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। প্রিয়কবিকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
আগামীকাল শেষ পর্ব প্রকাশ দেবো। সাথে থাকবেন।
আশা রাখি। জয়গুরু!
ধানশালিকের দল মাঠে করে খেলা, অবশেষে ধানমাঠে পড়ে আসে বেলা।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। প্রিয়কবিকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
আজ শেষ পর্ব প্রকাশ দিয়েছি। পাঠ করবেন।
অনুরোধ রইলো। জয়গুরু!
শেষ ভালো যার, সব ভালো তার। আপনার লেখাটাও এমনই হয়েছে, কবি দাদা। হেমন্তি শুভেচ্ছা জানবেন।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। প্রিয়কবিকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
আজ শেষ পর্ব প্রকাশ দিয়েছি। পাঠ করবেন।
অনুরোধ রইলো। জয়গুরু!
সাঁঝ নামে দীপ জ্বলে প্রতি ঘরে ঘরে, বাজে শঙ্খ বাজে ঘণ্টা দেবীর মন্দিরে।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। প্রিয়কবিকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
আজ শেষ পর্ব প্রকাশ দিয়েছি। পাঠ করবেন।
অনুরোধ রইলো। জয়গুরু!
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। প্রিয়কবিকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
আজ শেষ পর্ব প্রকাশ দিয়েছি। পাঠ করবেন।
অনুরোধ রইলো। জয়গুরু!