যাও-
এখনই বারান্দায় দাঁড়াও
আকাশে তাকাও।
এই হেমন্ত সন্ধ্যায়
এই ধানপাকা মৌসুমে
এই শীত শীত হাওয়ায়
তোমার বারান্দা জুড়ে ফিনফিনে কুয়াশায়
সবকিছু তুচ্ছ করে ২৫বছরের পুরানো স্কচ রঙা চাঁদ।
জোছনা নয়
চারদিক ভেসে গেছে স্কচে
এই মাতাল সভায় বুঁদ হয়ে বসেছেন তরল ঈশ্বর
আজ তার আপন আমলনামা মেলানোর দিন।
#অকবিতা
শত কবিতার ভীড়ে অকবিতা পাঠ নেহায়েত মন্দ না। শুভেচ্ছা আবু সাঈদ আহমেদ।
শুভ হোক মহান ঈশ্বরের এই দিনটি। শুভকামনায় আমি নিতাই বাবু।
শুভেচ্ছা হরবোলা আবু সাঈদ ভাই।
তোমার বারান্দা জুড়ে ফিনফিনে কুয়াশায়
সবকিছু তুচ্ছ করে ২৫বছরের পুরানো স্কচ রঙা চাঁদ।
* অসাধারণ….
হুম।
অকবিতাই সেরা।