বন্ধুত্ব-

তুই কি আমায় বাসবি ভালো শর্ত ছেড়ে মুক্ত মনে
তুই কি আমার সঙ্গী হবি দুর্যোগে আর জলোচ্ছ্বাসে
হৃদয়ে জমিন বিছিয়ে দিবি; স্বর্গ সুখে ঘুমিয়ে নিতে
আমার চাওয়া, তোর চাওয়াতে মিলে মিশে পথ দেখাবে।

বন্ধু, আমি ডাকছি তোমায়-
বাধার দেয়াল ছিন্ন করে আয় ছুটে আয়,
ছুটবো দুজন উল্কা বেগে; অতৃপ্তিকে পেছনে ফেলে
স্বর্গ মর্ত্য পাতাল ফুঁড়ে, দেখবো সজীব পৃথিবীকে।

বন্ধু, আমি বিজন রাতে ডাকবো তোমায় সংগোপনে
সময়ের যতি ভুলে গিয়ে আসবি ছুটে, ক্লান্তি ভুলে
দেখবে জগৎ অবাক চোখে দুটো আত্মা এক সাগরে
সুখের নদে কাটছে সাঁতার যন্ত্রণাকে ভুলে গিয়ে।

বন্ধু আমরা এক কামনাতে বসত করবো এক নগরে
মতের অমিল বিসর্জনে অমর হবো পৃথিবীতে
তোর আত্মাতে আমার তবে বসত হবে
সুখে দুখে এক আত্মাতে পাড়ি দেব ওপারেতে।

6 thoughts on “বন্ধুত্ব-

  1. আফটার অল ফ্রেন্ডস ফরএভার। কংগ্রাচুলেশনস স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আফটার অল ফ্রেন্ডস ফরএভার।

      * এমন বন্ধুই খুঁজছি নিরন্তর….

      ভালো থাকুন সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী্ । https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. তোর আত্মাতে আমার তবে বসত হবে
    সুখে দুখে এক আত্মাতে পাড়ি দেব ওপারেতে।

    শেষ ভালো যাঁর, সব ভালো তাঁর! সবার মাঝে বন্ধু হয়েই থাকতে চাই, শ্রদ্ধেয় কবি দাদা। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।