স্বপ্নের ডানা

দুঃখ দেবে ?
দাও
আরো কাঁদাবে ?
কাঁদাও
অক্সিজেন পাই আমি তোমার তিরস্কারে
তোমার হিংসেমির বা নষ্ট ভাবনায়
বুকের কষ্ট গুলো উঠে আসে আমার কবিতায়
আমি তোমাকে বলছিনা, তুমি আমায় একটা ফুল এনে দাও
একবারও বলছিনা, আমার কাছ থেকে দূরে সরে যাও
তোমার প্রতারণার গল্প আমি কক্ষনো কাওকে করবোনা

আমার কাছে জীবন এখন ভরা নদীর মত পূর্ণ যৌবনা
চোখ তুলে সামনে তাকালে, আগের মতো ভয় করে না
আমি একজীবনে কত বার মরেছি, না না সে দুঃসময়ের গল্প আজ করবোনা
কত দিন, কত রাত মৌনতায় ডুবে ছিলাম, আজ সেসব কিছুই বলবোনা

জানো, প্রতি ভোরে মৃত্যুকে ভাবতাম
এত সহজে সেও যে আসবেনা জানতাম
রক্তাক্ত ক্ষত বিক্ষত হৃদয় নিয়ে
আমি কাঙ্গালের মতো প্রতিদিন তোমাকে ফিরে পাবার অপেক্ষায় ছিলাম
মৃত্যু আসেনি, তুমিও আসোনি
সুখের খোলসে ঝাঁকে ঝাঁকে কষ্টরা বিদ্ধ করেছে হৃদয়।

নীরবে সে কষ্টের বিরহ ভূমিতে আমি পুড়ে পুড়ে রত্ন খুঁজেছি
সে পোড়া গন্ধে আমি আমার মৃত আত্মার সৎকার করেছি
একদিন হঠাৎ দেখলাম প্রেম দেবদূতকে
আমাকে আর পায় কে
জীবনের সে স্বর্গীয় আমেজে
নতুন আমিকে আমি ভীষণ ভালোবেসে ফেললাম
বিরহ জল করেন না টলমল
আমার সুখী হৃদয় মিষ্টি অনুভূতিতে আনন্দে ঝল মল

আমি গল্প লিখি, আমি স্বপ্ন ফেরি করি
আমি দিবানিশি আনন্দে মেতে উঠি
আমার অতীত আমার কবিতার প্রাণ
আমার বর্তমান জোছনার আলোয় আলোকিত যৌবন অনুসন্ধান
আমি আর আগের মতো স্বপ্নের আর্তনাদ শুনে কেঁদে উঠিনা
আমি বিষাক্ত নিকোটিন জীবন থেকে বাদ দিয়েছি
বিবর্ণ সে দিন গুলো কবিতায় বিলিয়ে দিয়েছি

এখন আমার চিত্ত জুড়ে আলোর ঝলকানি
এখন আমি স্নিগ্ধ সুন্দর নদীর একবিন্দু পানি
তোমাকে ভুলিনি
আমার বিষাক্ত ভালোবাসা ডানা মেলেছে
ছুটছে তেপান্তর জুড়ে শুধু তোমারি জন্য
তাই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ।

19 thoughts on “স্বপ্নের ডানা

  1. অদ্ভুত এক রোম্যান্টিকতায় এক বুক অভিমান ভরা লিখা। সংযোগে কষ্ট কমে কবি। লিখুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. প্রতি ভোরে মৃত্যুকে ভাবতাম
    এত সহজে সেও যে আসবেনা জানতাম
    রক্তাক্ত ক্ষত বিক্ষত হৃদয় নিয়ে
    আমি কাঙ্গালের মতো প্রতিদিন তোমাকে ফিরে পাবার অপেক্ষায় ছিলাম https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    শুভকামনা থাকলো

  3. অনেকদিন পর শ্রদ্ধেয় কবি সাজিয়া দিদির লেখায় একটা অসাধারণ কবিতা পড়লাম। শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় কবি দিদি।        

  4. আমার বর্তমান জোছনার আলোয় আলোকিত যৌবন অনুসন্ধান
    আমি আর আগের মতো স্বপ্নের আর্তনাদ শুনে কেঁদে উঠিনা
    আমি বিষাক্ত নিকোটিন জীবন থেকে বাদ দিয়েছি
    বিবর্ণ সে দিন গুলো কবিতায় বিলিয়ে দিয়েছি

     

    * এককথায় অসাধারণ…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    শুভ কামনা সবসময়।

  5. স্বপ্নের ডানায় অনেক অনেক ভালোবাসা কবি বোন সাজিয়া আফরিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  6. বেশ আপন আপন লাগলো কবিতাটি। ভাল লিখেছেন কবি দিদি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  7. খুব ভালো। পাঠে মুগ্ধ হলাম।

    শুভেচ্ছা রইলো প্রিয়কবির জন্য। 

    জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।