হে সন্ন্যাসী আমাকে নদীর মোহনা পেরিয়ে সমুদ্রে স্নানে নিয়ে যাবে ?
আমি তোমাকে প্রেমের কবিতা শোনাতে চাই,
সাগরের গর্জন গভীর জলের সুরেলা সংগীত তোমাকে শোনাতে চাই,
সমুদ্র ও আকাশ আমাদের ভালোবাসার গল্প বলে,
ঝাউবনে উদাসী বাতাস বয়ে যায় আনমনে,
জ্যোৎস্নাভেজা রাত স্বপ্নের জাল বোনে,
আজ তোমাকে অনেক নামে ডাকতে ইচ্ছে করছে
আমি স্বপ্নের দ্বার খুলে দিয়ে তোমার কথা ভাবি
স্বপ্নে জোছনায় তোমার হাত ধরে হাঁটি ,
তুমি আমার প্রেম আমার সকল সুখের দিনরাত্রি
জীবনের সব লেনদেন সেরে স্মৃতিরা সব স্বপ্নে ফেরে,
স্বপ্ন গুলো বুকে সোনালী খাঁচায় তোমাকে আগলে রাখি,
শত কাজের মাঝেও আমি আবার একটা দিনের শেষ প্রহরের দিকে আনমনে চেয়ে থাকি,
তুমি এসে কথা বলে মন প্রাণ উজার করে ভালোবেসে যাও,
ভোর হলে স্বপ্ন বাতাসের ঢেউয়ের মতো মিলিয়ে যায়,
যাবার আগে বলে যাও তুমি
তুমিই আমার অবাধ্য প্রেমের একমাত্র নারী প্রেমিকা জাফরানী মৌচাক সিঁদুর সঙ্গীনী,
আমিও তোমাকে সীমাহীন আকাশের মতো ভালোবাসি
সমুদ্রের বিশালতার মতো গভীর ভাবে তোমাকে ভালোবাসি,
প্রণাম করি তোমায় চরণ ছুঁয়ে
হে সুপ্রিয় সিঁদুর পড়িয়ে দাও
ভালোবাসার রঙে রাঙিয়ে দাও এ সিঁথি……………
— ফারজানা শারমিন
২৩ – ১১ – ২০১৯ ইং
তুমি এসে কথা বলে মন প্রাণ উজাড় করে ভালোবেসে যাও,
ভোর হলে স্বপ্ন বাতাসের ঢেউয়ের মতো মিলিয়ে যায়,
যাবার আগে বলে যাও তুমি
তুমিই আমার অবাধ্য প্রেমের একমাত্র নারী প্রেমিকা জাফরানী মৌচাক সিঁদুর সঙ্গীনী,
* অসাধারণ বাণী-চরণ….
অসংখ্য ধন্যবাদ………….
শুভেচ্ছা সহ ভালোবাসা কবি বোন ফারজানা শারমিন। সুসকাল।
অসংখ্য ধন্যবাদ……………
খুবি সুন্দর একটি রোম্যান্টিক কবিতা। শুভেচ্ছা নেবেন আপু।
অসংখ্য ধন্যবাদ…………..
অভিনন্দন কবি আপা।
অসংখ্য ধন্যবাদ………….
অভিনন্দন কবি।
অসংখ্য ধন্যবাদ আপনাকে……….