প্রাচীন ঘুম

আমি জেগে আছি প্রাচীন কাল থেকে; আমি জেগে আছি এ পৃথিবীর কোল জুড়ে,
ইসরাফিলের বাসির অপেক্ষাতেই যেন আমি নির্ঘুম জেগে আছি অনাদিকাল ধরে।
আমার চোখে এখন রাজ্যের ঘুম; বিষণ্নতার ছোঁয়া যেন আমার সারা শরীর জুড়ে,
নরম চোখ নিয়েই এখনো জেগে আছি আমি কালো আঁধারের শরীরে ভর করে।
চোখের গভীরে তামাম পৃথিবী পোড়ানোর ক্রোধাগ্নি নিয়ে আমি ঘুমাই কি করে ?

8 thoughts on “প্রাচীন ঘুম

  1. ইসরাফিলের বাঁশির অপেক্ষাতেই যেন আমি নির্ঘুম জেগে আছি আনাদিকাল ধরে ।

     

    * সুন্দর শুদ্ধতম উ্চ্চারণ…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. আপনার আন্তরিক মন্তব্য পেয়ে আমি অনুপ্রাণিত ধন্যবাদ প্রিয়জন 

  2. সময়ের সাহসী উচ্চারণ কবি মোস্তাক ভাই। দারুণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. আপনার আন্তরিক মন্তব্য পেয়ে আমি অনুপ্রাণিত 

মন্তব্য প্রধান বন্ধ আছে।