আমি নাহয় বেঁধেছি
পথের ঠিকানা
বহুদূর দিগন্ত পেরিয়ে
সে কোন নিরুদ্দেশে।
তুমিও চাওনি কখনো
বাঁধতে নিবিড় আলিঙ্গন
ভীরু বাহুপাশে।
একা হেঁটে গেছি,
একা ক্ষয়ে ক্ষয়ে
একা ঝরে গেছি,
ভোরের মৃদু হাওয়ায়
ঝরা বকুলের মতো।
প্রখর রৌদ্রতাপে পুড়ে
গেছে বুকের কুসুমিত
শতদল। তবু কিছু সৌরভ
রেখেছি লুকিয়ে শুকনো
কুঁড়ির ভাঁজে।
চৈত্রের ঘূর্ণি বাতাস
হাহাকারে কেঁদে গেছে
ঝরা ফুলেদের হাওয়ায়
উড়িয়ে। আমি ভেসে
গেছি সে তাণ্ডবে,
তুমি মগ্ন ছিলে আতশবাজির
চোখ ধাঁধানো উল্লাস উৎসবে।
ঝরা ফুলেদের হাওয়ায়
উড়িয়ে। আমি ভেসে
গেছি সে তাণ্ডবে,
* চমৎকার….




বাহ
চমৎকার
সুন্দর কবিতা।
শুভকামনা কবি আপা।
অনেক অনেক শুভেচ্ছা কবি আপা।
ভালোবাসা কবি বোন।
সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।