নারীর অপমান….. জাতির অপমান নারীর সম্মান…..দেশের সম্মান তৃতীয় পর্ব

নারীর অপমান….. জাতির অপমান
নারীর সম্মান…..দেশের সম্মান তৃতীয় পর্ব

তথ্যসংগ্রহ ও কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

সংবাদপত্রে প্রকাশ : অভিযুক্ত চার জনকে বৃহস্পতিবারেই ৭ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠিয়েছিল আদালত। তার পরে প্রথম রাতেই পশু চিকিৎসক তরুণীর ধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলা গুটিয়ে দিল হায়দরাবাদ পুলিশ! শাদনগরে ধর্ষণের জায়গাতেই শুক্রবার ভোরে পুলিশের গুলিতে নিহত হল ৪ অভিযুক্ত।
সাইবারাবাদের পুলিশ কমিশনার ভিসি সজ্জনারের দাবি, ঘটনার পুনর্নির্মাণ করতে রাত সাড়ে তিনটের সময়ে মহম্মদ আরিফ (২৬), জল্লু শিবা (২০), জল্লু নবীন (২০) এবং চেন্নাকেশবুলু (২০) নামে ৪ অভিযুক্তকে শাদনগরের ঘটনাস্থলে নিয়ে যায় ১০ জন পুলিশের একটি দল। তাদের হাতকড়া খোলা ছিল। ভোরে পৌনে ছ’টা নাগাদ আরিফ ও চেন্নাকেশবুলু আচমকাই তদন্তকারী অফিসারের রিভলভার ছিনিয়ে গুলি ছুড়তে শুরু করে। বাকিরাও পাথর ও লাঠি নিয়ে পুলিশের ওপর চড়াও হয়। সজ্জনার জানান, এই পরিস্থিতিতে তাদের সতর্ক করে কাজ হয়নি। তখন পুলিশ ‘গুলি চালাতে বাধ্য হয়’ এবং অভিযুক্তদের মৃত্যু হয়। কমিশনারের দাবি, দুই কনস্টেবলও মাথায় আঘাত পান। তবে কারও দেহে গুলি লাগেনি। সজ্জনারের কথায়, ‘‘আইন তার কর্তব্য পালন করেছে।’’

‘এনকাউন্টার স্পেশালিস্ট’ সজ্জনারের এই দাবিকে পুলিশের ‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ড’ হিসেবে মনে করছেন অনেকে। এর ফলে কিছু মানুষ যেমন ‘ধর্ষকদের শাস্তি নিশ্চিত’ করার জন্য পুলিশের জয়ধ্বনি দিচ্ছেন, পাশাপাশি আইন হাতে তুলে নেওয়ায় পুলিশের বিরুদ্ধে সরব অনেকে। জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মার কথায়, ধর্ষকের মৃত্যুদণ্ড সুষ্ঠু বিচার প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া উচিত। হায়দরাবাদে দল পাঠাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনও। প্রশ্ন উঠেছে, এই ৪ জন কি সত্যিই দোষী, না তাদের মেরে কাউকে আড়াল করল পুলিশ? তদন্তের জন্য অভিযুক্তদের দেহ সোমবার পর্যন্ত সংরক্ষণের নির্দেশ দিয়েছে তেলঙ্গানা হাইকোর্ট।

ভোরে এই ঘটনা ঘটলেও পুলিশ প্রায় ছ’ঘণ্টা দেহগুলি ঘটনাস্থলে ফেলে রাখে। এক দিকে, ধান ও টোম্যাটো খেত। অন্য দিকে, হাইওয়ে। তার মধ্যে ফাঁকা জমিতে পড়ে থাকা অভিযুক্তদের দেহ ঘিরে বহু লোক নাচানাচি করে, কমিশনার সজ্জনারের নামে জয়ধ্বনি দেয়। পাশের সেতু থেকে পুষ্পবৃষ্টি করে জনতা। অভিযুক্তদের ‘শাস্তি দেওয়ার জন্য’ পুলিশকে সাধুবাদ দিয়েছেন নির্যাতিতার বাবা ও দিদি। কিছু দিন আগে অবশ্য এই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তাঁরা। কারণ, পুলিশ এফআইআর নিতে চায়নি। তবে দক্ষিণের একটি সংবাদপত্রকে পুলিশের এক কর্তা আগেই ইঙ্গিত দিয়েছিলেন, ভাবমূর্তি উদ্ধার এবং বিক্ষোভ প্রশমনে ‘অন্য ধরনের’ কিছু করার পরিকল্পনা করছেন তাঁরা। তার পরে এই ঘটনা।

দুষ্কর্মের একটি বিবরণও এ দিন দেন পুলিশ কমিশনার। জানান, তরুণীর স্কুটি খারাপ হয়ে যাওয়ার পরে আরিফই বাকিদের ডেকে জড়ো করে। তরুণীকে হত্যার পরে সে-ই প্রথমে আগুন দেয় তার শরীরে। রাতে পুলিশ দাবি করে, পেশায় লরির খালাসি এই চার অভিযুক্ত কর্নাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানা জুড়ে কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটিয়েছে বলে তাদের ধারণা।

ভেঙে পড়েছেন অভিযুক্তদের স্বজনেরা। চেন্নাকেশবুলুর স্ত্রী অভিযোগ করেছেন— পুলিশ ফাঁসিয়েছে তাকে। আর ছেলের মৃত্যুসংবাদে মানসিক ভারসাম্য খুইয়ে আরিফের বাবা কেবল হেসেই চলেছেন। মাথা নেড়ে বলছেন, ‘‘দোষীদের শাস্তি হোক,।
তথ্যসুত্র: আনন্দবাজার পত্রিকা

নারীর অপমান….. জাতির অপমান
নারীর সম্মান……….দেশের সম্মান।

জ্বলন্ত কবিতা-৩ (তৃতীয় পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

চোখ ভরে আসে জলে,
বাতাসে ভাসে লাশের গন্ধ লাশে দাবানল জ্বলে।

অপমানিতের দারুণ বেদনা ভেঙে গেছে জাতির মজ্জা,
প্রিয়াংকাদের সম্ভ্রমহানি জাতীয় জীবনে নিদারুণ লজ্জা?
কান পেতে শোন হাসে কারা ওই ধর্ষক পশুদের দল,
ওদের নির্যাতনে নির্যাতিতা নারীর চোখ করে ছলছল।

দেশের মাটিতে লাঞ্ছিতা নারী, নারীজাতির অপমান,
নারীর অপমান জাতির অপমান দাও নারীর সম্মান।
সারা দেশ জুড়ে নারী নির্যাতন নারী জাতির লাঞ্ছনা,
নারীর সম্ভ্রম ভুলুণ্ঠিত আজি নারীর চরম অবমাননা।

দিকে দিকে চলে নারীহত্যা আর দেশজুড়ে গণধর্ষণ,
নারীধর্ষণ জাতির লজ্জা কে বাঁচাবে নারীদের সম্ভ্রম?
বিদ্রোহী কবির প্রতিবাদী কলম লিখে নারীর জয়গান,
কে আছো জোয়ান করি আহ্বান বাঁচাও জাতির মান।

চোখ ভরে আসে জলে,
বাতাসে ভাসে লাশের গন্ধ লাশে দাবানল জ্বলে।
নারীলাঞ্ছনা দিকে দিকে আজি দেশ গেছে রসাতলে।

লক্ষ্মণ ভাণ্ডারী সম্পর্কে

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কাব্যচর্চার সাথে সাথে তিনি সাহিত্যচর্চাও করেন। গল্প ও রম্য রচনা আর ছোট গল্প লিখেন। বহু একাঙ্ক নাটকও তিনি লিখেছেন। অন্ধকারের অন্তরালে, সমাজের শত্রু ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বহু যাত্রাপালা -সোনা ডাকাত, শ্মশানে জ্বলছে স্বামীর চিতা উল্লেখযোগ্য। কবির অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে বিচারক মণ্ডলী তাঁকে বহু সম্মানে ভূষিত করেছেন। লক্ষ্মণ ভাণ্ডারী একাধারে কবি ও অপর দিকে লেখক। তার লেখা “আমার গাঁ আমার মাটি”, আমার প্রিয় শহর জামুরিয়া, আমার প্রিয় শহর কুলটি, আমার প্রিয় শহর আসানসোল, আমার প্রিয় শহর রাণীগঞ্জ বহু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। লক্ষ্মণ ভাণ্ডারী প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি অন্য ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। তিনি বিশ্বাস করেন সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই ধর্মে আলাদা হলেও আমরা সবাই ভাই ভাই।

14 thoughts on “নারীর অপমান….. জাতির অপমান নারীর সম্মান…..দেশের সম্মান তৃতীয় পর্ব

  1. চোখ ভরে আসে জলে,
    বাতাসে ভাসে লাশের গন্ধ লাশে দাবানল জ্বলে। :(

    1. সুন্দর মন্তব্যে মুগ্ধ ও অনুপ্রাণিত হলাম।
      জয়গুরু!

  2. নারীকে নারী না ভেবে মানুষ ভাবলে সমাজের এই ভয়াবহ অবক্ষয় দেখতে হতো না। :(

    1. সুন্দর যুক্তিযুক্ত মন্তব্যে মুগ্ধ হলাম। সহমত প্রিয়কবি বোন।
      জয়গুরু!

  3. নারীর অপমানে জাতির যে অপমান হলো বা নিয়মিত হচ্ছে তার বিচার কবে হবে ? :(

    1. সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয়কবি।
      শুভেচ্ছা রইলো। জয়গুরু!

    1. সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয়কবি।
      শুভেচ্ছা রইলো। জয়গুরু!

  4. কান পেতে শোন হাসে কারা ওই ধর্ষক পশুদের দল,
    ওদের নির্যাতনে নির্যাতিতা নারীর চোখ করে ছলছল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

    1. সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয়কবি।
      শুভেচ্ছা রইলো। জয়গুরু!

    1. সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয়কবি।
      শুভেচ্ছা রইলো। জয়গুরু!

    1. সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয়কবি।
      শুভেচ্ছা রইলো। জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।