চিৎকার হবো

আমি ঘন্টা ধ্বনির চিৎকার হবো,
ইসরাফিলের বাঁশির আওয়াজে ধ্বংস-যজ্ঞ হবো ;
এ সমাজে পাপের সাম্রাজ্য ভেঙে চুরমার করবো
পুরোনো শহরের বুক চিরে আগামী হয়ে জন্মাবো।

আমি ঘন্টা ধ্বনির চিৎকার হবো,
নির্যাতিতের ক্রোধাগ্নি নিয়ে প্রতিবাদী হয়ে জ্বলবো ;
আমজনতার মিছিল নিয়ে রাজপথের দখল নেবো
আমি চে’র মতো শপথ নেবো মরবো নাহয় বাঁচবো।

আমি ঘন্টা ধ্বনির চিৎকার হবো,
মানুষ রুপী অমানুষ ধ্বংস করে তবেই ক্ষান্ত হবো ;
আমি নিয়ম করে নিয়ম ভেঙে নতুন নিয়ম গড়বো
আমি নিয়মিত হত্যা হলেও নতুন গর্ভে জন্ম নেবো।

আমি ঘন্টা ধ্বনির চিৎকার হবো,
আমি নির্ঘুমই থাকবো পৃথিবীর অতন্দ্র প্রহরী হবো ;
ধর্ম বর্ণ বিদ্বেষ ভুলে মানুষের কাতারেই বেঁচে রবো
এক আকাশের এ পৃথিবীতে মানুষের কথা বলবো।

#সংক্ষিপ্ত

6 thoughts on “চিৎকার হবো

  1. ধর্ম বর্ণ বিদ্বেষ ভুলে মানুষের কাতারেই বেঁচে রবো
    এক আকাশের এ পৃথিবীতে মানুষের কথা বলবো।

    অসম্ভব প্রত্যয়ী একটি কবিতার অংশবিশেষ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. ধর্ম বর্ণ বিদ্বেষ ভুলে মানুষের কাতারেই বেঁচে রবো
    এক আকাশের এ পৃথিবীতে মানুষের কথা বলবো।

    দারুণ একটি কবিতা কবি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. আমি ঘন্টা ধ্বনির চিৎকার হবো,
    নির্যাতিতের ক্রোধাগ্নি নিয়ে প্রতিবাদী হয়ে জ্বলবো ;
    আমজনতার মিছিল নিয়ে রাজপথের দখল নেবো
    আমি চে’র মতো শপথ নেবো মরবো নাহয় বাঁচবো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  4. দারুণ আর অসাধারণ লিখেছেন কবি মোস্তাক ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।