ভালোবাসার রঙমহল….

ভালোবাসার রঙমহল……….

তোমার বুকে আমার হাজার নখের আঁচড়,
তোমার বিছানায় আমার সাথে প্রেমের বাসর,
রাতভর তোমার সাথে মাতাল হয়ে সোহাগ ও আদরে পার করি সময় ভীষণ,
আজকের এই রঙমহলে তোমার প্রতিটি পরশে আমি বারংবার বেপরোয়া হয়ে উঠি তখন,
আর বাঁধ মানছেনা, মানছেনা তো মন
তোমার বুকের মধ্যে যেন কামনার আগুন ঠোঁটে মৃদু কম্পন,
আমাকে তোমার ভালোবাসার সাগরে ডোবাতে চাইছো তুমি,
বৈঠার আঘাতে আঘাতে করো শিহরিত রোমাঞ্চিত,
আহ্ —
এ যেন এক স্বর্গীয় সুখ
এ কোন প্রেমের খেলাতে মজেছি যে আজ,
নগ্ন পায়ে হেঁটে হেঁটে অতঃপর মাদকতার সাগরে ডুবিয়ে দাও আমায় নি:শব্দে……….

— ফারজানা শারমিন
৩০ – ১২ – ২০১৯ ইং

10 thoughts on “ভালোবাসার রঙমহল….

  1. এ যেন এক স্বর্গীয় সুখ
    এ কোন প্রেমের খেলাতে মজেছি যে আজ,
    নগ্ন পায়ে হেঁটে হেঁটে অতঃপর মাদকতার সাগরে ডুবিয়ে দাও আমায় নিঃশব্দে।

    কবিতার সার্থকতা কোথায় সেটা মুশকিল। কেননা ঘটনার প্রবাহই হচ্ছে কবিতা। :)

  2. নতুন বছরের শুভকামনায় ভালোবাসা কবি বোন ফারজানা শারমিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।