সোনাঝরা পথের মতোন
সমুখ জুড়ে আছে নতুন লগন,
কুঁড়ি যেমন প্রস্ফুটিত ফুলের বনে,
তেমনি নতুন বছর যাক সাফল্যের বীজ বুনে।
জানুয়ারীর হিম হিম দিন কাটে
ভাপা পিঠা রোদ মাখা বারান্দায়,
ফেব্রুয়ারি হয় রঙিন বইমেলা আর
একুশে প্রভাতফেরীর নগ্নপদ আঙিনায়।
মার্চ-এপ্রিলের ঘামঝরা দিনে,
কালবোশেখী আসে রুদ্র প্রহর গুনে।
মে-জুন জুড়ে থাকে ফলের মেলা,
আম-জাম-কাঁঠালের ছুটির খেলা।
জুলাই-আগষ্টে দিন বরষা ঘন,
সেপ্টেম্বর-অক্টোবরেও
সে রেশ রয়ে যায় যেন।
নভেম্বর-ডিসেম্বরে শীতের আগমনী,
নতুন বছর আসে নিয়ে সাজানো মালাখানি।
শুভেচ্ছা স্বাগতম ২০২০,
সবার মনে আশার আলো
তুই জ্বেলে দিস।
শুভেচ্ছা স্বাগতম ২০২০,
সবার মনে আশার আলো
তুই জ্বেলে দিস।
শুভেচ্ছা সহ শুভকামনা কবি রোখশানা রফিক। ভালো থাকুন। শুভ নববর্ষ।
নতুন বছরের অনেক অনেক সম্মান আর ভালোবাসা প্রিয় কবি বোন।
শুভেচ্ছা স্বাগতম ২০২০G শুভেচ্ছা আপু।
সুন্দর উপস্থাপনা। কাব্যিকতায় মুগ্ধ হলাম। ইংরাজী শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন।
বছরের প্রতিটি দিন সুন্দর কাটুক। শুভ কামনা রইলো।
জয়গুরু!
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দি। শুভ নববর্ষ।
Happy New Year 2020. Congratulations.
ভালো লাগলো আপু । শুভকামনা।