ব্যস্ততা এখন চড়ুইভাতি —
কিছু কিছু অভিজ্ঞান আর কিছু অভিজ্ঞতা
আমি ভালো সময়ে যেমন থাকি
এখনও তেমনি ভালো আছি!
বিষণ্ন বাতাস যেমন কারো কাছে অভিযোগ করে না
বরফ যেমন গলে গলে জলের চেলা হয়
ছাই যেমন ভাংগা কুলার সাথে কথা কয়
আমারও তেমনি নিজের সাথে নিজের দ্বৈরথ হয়!
আমি এখন সমাপ্তি আর পরিসমাপ্তির আকাশ খুঁজি
কিছু নগদ ভালোবাসা খুঁজি
সমস্ত প্রাপ্তি তোমাদের দেবো
অপ্রাপ্তির সমস্ত দায়ভার আমি নেবো!
সমস্ত প্রাপ্তি তোমাদের দেবো
অপ্রাপ্তির সমস্ত দায়ভার আমি নেবো!
ইংরেজী শুভ নববর্ষ প্রিয় কবি। ভালো থাকুন পাশে থাকুন। শুভ সকাল।
আন্তরিক কৃতজ্ঞতা
ভালোবাসাময় ভালোবাসা কবি জসীম ভাই। হ্যাপী 2020
আন্তরিক কৃতজ্ঞতা
সমস্ত প্রাপ্তি তোমাদের দেবো
অপ্রাপ্তির সমস্ত দায়ভার আমি নেবো!
আন্তরিক কৃতজ্ঞতা
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা। শুভ নববর্ষ।
আন্তরিক কৃতজ্ঞতা
Happy New Year 2020. Congratulations.
আন্তরিক শুভেচ্ছা
শুভ নববর্ষ ভাইয়া।
কবিতা ভালো লেগেছে।
আন্তরিক কৃতজ্ঞতা