যতবার তোমার কাছে পৌছতে চাই
ততবার পৃথিবীর আয়তন বেড়ে যায়
নাকি তুমি দূরে সরে যাচ্ছ-আহারে
কেউ একজন বলে দিয়ো-ধ্রুব সত্য-
ধরে আছি বাবলা নাকফুল-বসন্ত প্রহরে
7 thoughts on “নাকফুল”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
যতবার তোমার কাছে পৌছতে চাই
ততবার পৃথিবীর আয়তন বেড়ে যায়
নাকি তুমি দূরে সরে যাচ্ছ-আহারে
কেউ একজন বলে দিয়ো-ধ্রুব সত্য-
ধরে আছি বাবলা নাকফুল-বসন্ত প্রহরে
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সংক্ষিপ্তে অসাধারণ মি. টিপু সুলতান। শুভ সন্ধ্যা।
সুন্দর লিখেছেন কবি টিপু সুলতান ভাই।
সুন্দর কবি ভাই।

ভালোবাসাময় ভালোবাসা কবি টিপু সুলতান ভাই।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা।
খুব সুন্দর।
সুন্দর কবিতা।