অ ঠাঁই রক্ত নদীর বুকে জেগে উঠা চর
নাম তার বাংলাদেশ !
রক্তের লাল, উত্তাল জোয়ার পেলে দুর্মর
বাঁধ ভেঙ্গে মিশে বিশাল সমুদ্রে
নাম তার বঙ্গোপসাগর!
ক্ষরণের যন্ত্রণা নিয়ে যে কিশোরী
নিজে ঢেকেছে সবুজের চাদরে
নাম তার সুন্দরবন!
মরণের মুখোমুখি দাঁড়িয়ে
যে পাখিটি আজো উড়ে স্বাধীনতার নেশায়
তার নাম দোয়েল!
গর্জনে তর্জনে উত্তাল সাইক্লোনে
যে জননী অতন্দ্র প্রহর গুনে
তারায় তারায় খুঁজে যুদ্ধে যাওয়া সন্তানের মুখ
নাম তার রেসকোর্স ময়দান!
পূর্ণিমার মায়াবী জ্যোৎস্নায়
নাকের নোলক, কপালের টিপ, পায়ে আলতা সাজায়
দীর্ঘশ্বাসে বুকের গোপন ব্যথায় কুরে কুরে খায় যে নারীর
নাম তার বীরাঙ্গনা!
স্বাধীনতার ৪১ বছর পর ও
মিটেনি রক্তের তীব্র তৃষ্ণায় আকণ্ঠ রাজাকার!
বেজন্ম চেতনায় ফিরে এসেছে দস্যু হানাদার
মায়ের আঁচলে বেড়ে উঠা মানব সন্তান
মায়ের সম্ভ্রম লুণ্ঠনে কাঁপেনি দানবীয় হাত তার!
বিজয় বিজয় করে যতোই করো চিৎকার
শুনে রাখো হে বাংলার পতাকা
তোমার অস্তিত্বে বেড়ে উঠেছে নির্মম ক্যান্সার!
বিজয় বিজয় করে যতোই করো চিৎকার
শুনে রাখো হে বাংলার পতাকা
তোমার অস্তিত্বে বেড়ে উঠেছে নির্মম ক্যান্সার!
বিজয়ের মাসে অসাধারণ একটি কবিতা উপহার দিয়েছেন কবি দাউদ ভাই।
অদ্ভুত সুন্দর এবং অসাধারন।
অসাধারণ কবি দাউদুল ইসলাম। বিজয়ের ভালোবাসা।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা।
অসাধারণ লাগলো ভাইয়া ।
সুন্দর কবিতা।