এক ভালোবাসার উপাখ্যান
এমন একটা প্রহর আসুক
যে প্রহরে শুধু তুমি আর আমি থাকবো,
আমাদের বলতে চাওয়া বা শুনতে চাওয়ার কথা,
রোমাঞ্চিত রাতের যতো সব গল্প গাঁথা,
এমন একটা প্রহর আসুক
যে রাতে প্রণয় কথায় ভিজবো দুজন
একটি গোলাপ হাতে তুমি নাম ধরে ডাকবে
কানে কানে ফিসফিসিয়ে বলবে —
হে আমার বৈষ্ণবী আমার ইস্কাপনের বৌ কাছে এসে নিভিয়ে দাও এ বুকের আগুন,
হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে আমি তাকিয়ে ছুটে যাবো তোমার দিকে,
মাতাল প্রেমে হৃদয় আজ বড্ড দিশেহারায়
এ কেমন এক নেশা জাগায়,
টাচ ল্যাম্পের নিভু নিভু আলোয় আমরা রচনা করবো
এক রোমাঞ্চিত রাতে ভালোবাসার উপাখ্যান……..
— ফারজানা শারমিন
১৮ – ০১ – ২০২০ ইং
ভালোবাসার উপাখ্যান পড়লে মন রোমাঞ্চিত হয় বৈকি। মনে হয় দুই এক লাইন লিখি। কিন্তু লিখায় যখন বন্ধ্যাত্ব চলে আসে তখন লিখার চাইতে পড়ার সুখটাই বেশী ভালো লাগে। শুভেচ্ছা কবি ফারজানা শারমিন মৌসুমী। শুভ সন্ধ্যা।
আপনার মন্তব্যে অনুপ্রেরণা পাই, ধন্যবাদ প্রিয় কবি…………..
সুন্দর উপস্থাপন । বেশ লাগলো ।
অসংখ্য ধন্যবাদ……………
সুন্দর ভালবাসার উপখ্যান। কাব্যভাবনা ভালো।
পাঠে মুগ্ধ হলাম। জয়গুরু!
অসংখ্য ধন্যবাদ…………..
একটি অনন্য বোধের পক্ষে সুলিখিত কবিতা …খুব ভালো লাগলো …
ভালবাসা ও শুভেচ্ছা রইল প্রিয় কবি আপা
অসংখ্য ধন্যবাদ আপনাকে………………..