রোদেলা উড়াল

এইতো ভাসিয়ে দিলাম
সী-গাল ডানার রোদ্দুর দিনে মন আমার। তুমি ঝিনুক কুড়োনো ছলে
তুলে নিও প্রিয় হৃৎপাঁজরে।

হারাবার সুখে মগ্ন একান্ত আমি,
ঠাঁই নেই মেঘকালো বিরহবেলার
আজ এই ক্ষনে।

তবু ভুলে যদি ভুল অভিমানে
ভুলে থাকো, জেনো রোদ পিয়াসী
সিম্ফনি সুর বেজে বেজে ফিরে যাবে তোমার অগোছালো আনমনা রাত্রি প্রহর শিয়রে কেঁদে।

তপ্ত কপোলে ক্লিন্ন রোগশয্যায়
যদি রাখি হাত বড় করুণ এক
মায়াবতী সন্ধ্যায়, তবুও কি ফেরাবে আমায় অবহেলা মাখা তীক্ষ্ণ শরের
সহেনা যাতনা মাখা একলা লাগা অন্তরের অন্তঃপুরে?

3 thoughts on “রোদেলা উড়াল

  1. মায়াবতী সন্ধ্যায়, তবুও কি ফেরাবে আমায় অবহেলা মাখা তীক্ষ্ণ শরের
    সহেনা যাতনা মাখা একলা লাগা অন্তরের অন্তঃপুরে?

    ___ চমৎকার্আবেগীয় একটি কবিতা। অভিনন্দন কবি রোখশানা রফিক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. হারাবার সুখে মগ্ন একান্ত আমি,
    ঠাঁই নেই মেঘকালো বিরহবেলার
    আজ এই ক্ষনে।

    ভালো লাগল কবিতাটি
    অনুভবের সুন্দর উপস্থাপন;
     প্রীতিময় শুভেচ্ছা ও ভালবাসা –

     

মন্তব্য প্রধান বন্ধ আছে।