আমার বয়সি স্বভাব ♥

জীবনপথে বিভাজন সমর্পিত বিষ
বালু দাগ মুছে দেয় বাতাসের শীষ;
তবু আমি জেগে থাকি ভাঙ্গনের পথে
স্বপ্নের চলাচল নির্ভীক রথে।
পথ হাসে, রথ হাসে, হাসে কত জন
বেখেয়ালে পণ্য যাপিত জীবন;
কষ্টের সখা আসে গাঢ়তর রাত
দু কলম লিখে রাখে আমার বরাত।

চোখ জ্বলে জলপরে সুখ খোঁজে মন
সুখের বেহাগী সুরে মগজে কাঁপন;
কাঁপন ধরায় শীত বয়সি অভাব
ঘরজুড়ে বাস করে বিষধর সাপ;
পথেপথে ঘোরে জীব জীবনের যানে
কতটা পেলে বলো উত্তর ও মানে!

হয় না পূরণ সব থাকে কিছু বাদ
সুরের সাগরতলে করুণ আবাদ
ডুবে আছে বেশভূষা সৌখিন রসে
হয়না আপন প্রেম অাসে না সে বশে।

.
** নিজের তোলা প্রিয় একটি ছবি।

5 thoughts on “আমার বয়সি স্বভাব ♥

  1. হয় না পূরণ সব থাকে কিছু বাদ
    সুরের সাগরতলে করুণ আবাদ
    ডুবে আছে বেশভূষা সৌখিন রসে
    হয়না আপন প্রেম অাসে না সে বশে।

    ভালো লাগল কবিতাটি
    ভীষণ এক সত্যের খুব সুন্দর উপস্থাপন;
     প্রীতিময় শুভেচ্ছা ও ভালবাসা –
    …<3  

  2. আন্তরিক শুভেচ্ছা কবি বন্ধু মি. খেয়ালী মন। এমন লিখা নিয়মিত পেলে ভালো লাগবে আমাদের এবং আপনার পাঠকদের। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।