ভালোবাসার কাব্য – বিয়াল্লিশ

কাছে দূরে যেখানেই থাকি
চলো স্বপ্ন নিয়ে বাঁচি।
দুঃখ শোকে যতই কাঁদি
চলো তবু আশায় ভাসি।
দিনে রাতে যখনই ভাবি
চলো জীবন মন্ত্রে হাসি।
আসুক মৃত্যু অথই সর্বগ্রাসি
চলো তবু একটু ভালোবাসি।

5 thoughts on “ভালোবাসার কাব্য – বিয়াল্লিশ

মন্তব্য প্রধান বন্ধ আছে।