ভালো থাকা না থাকা ১৩

এই যে ঝাড়া দেড়ঘণ্টা বাসের সিটে উসখুস, এদিক ওদিক লচক্কা মাল ফাল ফিরিতে দেখেও রীতিমতো টায়ার্ড।

দুই কি তিনজনের ফূর্তির জোগানে শালা আস্ত রামপাঁঠার ঝুন্ড রাস্তায় থেবড়ে ঝালমুড়ি ফুরি সাঁটিয়ে মেজাজে জাপানি তেলের রগরগে টক ঝাল মিষ্টি কাহানীর সোয়াদ নিচ্ছে হাত পা সবুজে ছড়িয়ে। ঠিক মোড়ের পিনপয়েন্টে কাক চড়াই হাগা শোভিত কোমায় চলে যাওয়া অস্পষ্ট হেব্বি ভিআইপি মনে মনে গাল পাড়ছে বেজাতিকে।

বাসটা দাঁড়িয়েই আছে, তার সামনে বীর্যশূন্য ভেড়ার পালের দল লাইন দিয়ে, কারো ট্যাঁফো করার হিম্মতও নেই। বীর বালকদের অফুরান কথা মাইক্রোফোনের সামনে মিডিয়ার সামনে কামুক গতিতে এগোয়। বসে থাকতে থাকতে কশেরুকার প্রান্তিক টার্মিনালের মাঝখানে আঁকাবাঁকা শেকড় বেরোয় বাদামী ভীতু লুচ্চা। সামনের পড়ে থাকা এক্সপ্রেসওয়ের বুকে পেটে পিএনপিসির জম্পেশ লাইভ টেলিকাস্ট চলতে থাকে। শাল্লা আপনি বাঁচলে বাপের নাম!

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

10 thoughts on “ভালো থাকা না থাকা ১৩

  1. যাপিত জীবনের গল্প কথায় অনেক অনেক ভালোবাসা কবি সৌমিত্র। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. অনেকদিন পর শ্রদ্ধেয় কবি সৌমিত্র দাদা'র লেখা একটা কবিতা পড়লাম! খুব ভালো লাগলো! শুভেচ্ছা-সহ শুভকামনা সবসময়।  

মন্তব্য প্রধান বন্ধ আছে।