মানুষ নাকি মাটির পুতুল,
স্বার্থ ছাড়া তো বোঝে না!
মাটির পুতুল নাচতেও জানে,
টাকা ছাড়া তো নাচে না!
নাচের পুতুল অভিনয় করে,
টাকার জোরে গানও গায়!
মাটির পুতুল কয় না কথা,
স্বার্থ ফুরালে সে ভুলে যায়!
মানুষ নাকি জীবের সেরা,
মান আছে তাঁর হুঁশও আছে!
মহান স্রষ্টার সৃষ্টির সেরা,
কেউ কি ভাবে আগে পাছে?
মানুষ জীবের সেরা, মান আছে তাঁর হুঁশও আছে!
মহান স্রষ্টার সৃষ্টির সেরা, কেউ না ভাবুক আগে পাছে? ___ অসামান্য উপস্থাপনা।
সুন্দর গঠনমুলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা।
.মানুষ নাকি জীবের সেরা,
মান আছে তাঁর হুঁশও আছে!
মহান স্রষ্টার সৃষ্টির সেরা,
কেউ কি ভাবে আগে পাছে?
অনবদ্য ।
আসলে আমরা কেউ একটুও ভেবে দেখি না!
সুন্দর গঠনমুলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় কবি দাদা।
সময়োপযোগী পোস্ট। অনেক ভালো লাগলো
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা।
ভালোবাসা কবি নিতাই বাবু দা।