ভালোবাসার কাব্য – তেতাল্লিশ

।আমার আকাশে কোন সূর্য নেই।

আমার আকাশে কোন সূর্য নেই,
তুমি কি আমার সূর্য হবে!
আমার শরীরে কোন রক্তস্রোত নেই,
তুমি কি আমার রক্তস্রোত হবে!
আমার চোখে কোন স্বপ্ন নেই,
তুমি কি আমার স্বপ্ন হবে!
আমার হৃদয়ে কোন ভালোবাসা নেই,
তুমি কি আমার ভালোবাসা হবে!

6 thoughts on “ভালোবাসার কাব্য – তেতাল্লিশ

মন্তব্য প্রধান বন্ধ আছে।