বনে বনে দোলে ফুল গায় পাখীরা,
সখাগন ধরে হাত,নাচে সখীরা।
বসন্ত বাতাস এতো বসন্ত বাতাস,
ভালোবাসা প্রকৃতি করছে প্রকাশ।
দিকেদিকে ফোটে ফুল পলাশ শিমুল,
অলিগণ গায় গান প্রেমেতে আকুল।
প্রেমের প্রকাশ এতো প্রেমের প্রকাশ,
হেসে হেসে নেচে নেচে করছে বিকাশ।
এত সুখে কচি পাতা হেসে কথা কয়,
চির অমর হোক তবে সব পরিণয়।
ভাবনা উদাস আহা ভাবনা উদাস,
অনুরাগ প্রকৃতি যত করছে প্রকাশ।
জোছনারাশির গান, মলয় সুরকার,
বাসন্তী আবাহনে নানান সাকার।
বসন্ত বাহার এতো বসন্ত বাহার,
প্রেম পরিনয় তার চুড়ান্ত আকার।
প্রচ্ছদ দেখেই ফাগুন কালের কথা মনে পড়ে গেলো। অভিনন্দন কবি মি. ইসিয়াক।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো মুরুব্বী।
আশা করি এখন ভালো আছেন। শুভকামনা রইলো। আপনার মন্তব্য আমাকে সবসময় অনুপ্রাণিত করে। আগের মন্তব্যের প্রতি মন্তব্য করতে পারিনি বলে খুবই দুঃখিত ও লজ্জিত বড় ভাইয়া। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
সুন্দর উপস্থাপন । ভালো I
শুভেচ্ছা ও শুভকামনা রইলো্ ভাইয়া ।