রাত্রির রূপ

আমার সুখ প্রহরের পাখি ডেকে ওঠে কুহুস্বরে নিদ্রাহীন নিশীথরাতে। স্ব্প্নভঙ্গের হতাশা কুরে কুরে খায় হৃদয়নীল বেদনা তাহার। ঝরে পড়ে ঘন তমসা রাত্রির ভরাট স্তন থেকে।

কার যেন ঘুম ভেঙ্গে যায় তিনপহরের ধবল জ্যোৎস্নার ডাকে। হাতছানি দেয় কুয়াশায় মোড়া সুপারীর বন। ডেকে নেয় প্রেতযোনী তন্দ্রার গভীরে।

ঘুম ঘুম চেয়ে দেখি নিশীথিনীর মায়াবী স্বরূপ। অনুভবে সেতারের সুর ঝংকৃ্ত অনুরণন। মিছে আমি খুঁজে বেড়াই আমার আমিকে রাত্রির কোমল রূপের ভান্ডারে।

4 thoughts on “রাত্রির রূপ

  1. ঘুম ঘুম চেয়ে দেখি নিশীথিনীর মায়াবী স্বরূপ। অনুভবে সেতারের সুর ঝংকৃ্ত অনুরণন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. কার যেন ঘুম ভেঙ্গে যায় তিনপহরের ধবল জ্যোৎস্নার ডাকে। হাতছানি দেয় কুয়াশায় মোড়া সুপারীর বন। ডেকে নেয় প্রেতযোনী তন্দ্রার গভীরে।

     

    চমৎকার ভাবনা ….https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. আমার সুখ প্রহরের পাখি ডেকে ওঠে কুহুস্বরে নিদ্রাহীন নিশীথরাতে। স্ব্প্নভঙ্গের হতাশা কুরে কুরে খায় হৃদয়নীল বেদনা তাহার। ঝরে পড়ে ঘন তমসা রাত্রির ভরাট স্তন থেকে।

    দারুণ কাব্য শৈলী 
     খুব ভাল লাগলো  ।   অসাধারণ!  

    শুভেচ্ছা আর ভালোবাসা জানালাম প্রিয় কবিকে… শুভ সন্ধ্যা 

মন্তব্য প্রধান বন্ধ আছে।