আমার দৃষ্টি ফেলেছি, পৃথিবীর সব পথে পথে
কোথায় মানুষগুলো যেন সাঁতরিয়ে যায়
শ্বাসের গন্ধে গলা চড়িয়ে দিচ্ছে চিৎকার-
সব পথ থেমে থেমে ডাকে-বনভূমি, আপনার
গাছগুলো নিরীহ প্রাণীর মতো দাঁড়িয়ে
আদিম পাতারা শঙ্খচিলের ডানায়-ওড়ে
নিথর শরীরে রোদের গন্ধ শুঁকে পোড়ে
চারপাশে কোলাহল, রোগী; নার্স-ট্রলি হাতে
ঊষর চোখ মেলে তাকায়-দিগন্ত, হাসপাতাল-
সহজ নগরে-মৃত্যুর আগে-এসো-দূরস্থ
এমন সংবেদন অঙ্গীকার-হলুদ স্পর্শ জ্বেলে
হাত বাড়ায়-খোলা আকাশের আলোক
সহজ মৃত্যুর আগে … সহজ নগরে-মৃত্যুর আগে-এসো-দূরস্থ
এমন সংবেদন অঙ্গীকার-হলুদ স্পর্শ জ্বেলে
হাত বাড়ায়-খোলা আকাশের আলোক।
ঊষর চোখ মেলে তাকায়-দিগন্ত, হাসপাতাল- সহজ নগরে-মৃত্যুর আগে-এসো-দূরস্থ এমন সংবেদন অঙ্গীকার-হলুদ স্পর্শ জ্বেলে হাত বাড়ায়-খোলা আকাশের আলোক
সুন্দর কাব্যভাবনা

অসাধারণ লিখেছেন প্রিয় কবি
অনন্যসাধারণ লিখনী । শুভেচ্ছা সতত ।
খুব ভালো।