পুরনো ঢাকা শহর খুঁজে দেখি
কোথাও নেই তুমি
কবিতার বইয়ে কেটে যায় রাত-
হোগলাপাতার মতো দুলছে
জীবনভর্তি ঝুল আকাশ-
বহু ধুলোকণা ফেটে বেরিয়েছে গাছ
সহজ নগরীর বনবাসে
আলগোছ পড়ে থাকা হাত
স্নিগ্ধ শব্দগুলোর প্লট-
এই দেখাদেখি, অন্য রকমফের
শেষ ভোরের আগে-
সুনশান বিশুদ্ধ ভালবাসা
জোড় জোড় মিথ হয়ে পালায়
একটি শরীরের বাহার, যাদুঘর;
সুনশান বিশুদ্ধ ভালবাসা
জোড় জোড় মিথ হয়ে পালায়
একটি শরীরের বাহার … যেন যাদুঘর।