শুনে নে

“যেথা গুজরাটি দুই ভাই মিলে,
মানব ও দেশটাকে তিলে তিলে,
কণ্ঠ স্বরের তীক্ষ্ণ দাবানলে,
হাজারো ছলে-বলে কৌশলে,
পরিণত করে চলেছে ধ্বংসের স্তুপ!
তবে কেন শত কোটি মানব রবে চুপ?”

“সদা যথা তথা গুজরাটি দুই ভাইয়ের ইশারায়,
ওই দাঙ্গাবাজ জন্তু জানোয়াররা আশকারা পায়!
দাঙ্গা লড়াইয়ে মানবের নেই কোন দোষ,
তবে মানবের প্রতি মানবের রবে কেন রোষ?
যেথা জারজ দুই গুজরাটি ভাইয়ের সর্ব দোষ!”

“মুসলিম হলে নাকি দিতে হবে অকারণে জান,
তারা দেখে নাকি শান্ত শান্তিতে মোড়া সংবিধান?
দেশের ও দশের মাথা মন্ত্রী ওই জারজ দুই সন্তান!”

“তাহাদের বোধ হীন মনে,না জানি কোন কু-স্বার্থের হেতু!
অহর্নিশ, অঙ্কুরিছে দূষণের বীজ,
মায়া ভব দেশে,সন্ত্রাসী বেশে, ধ্বংস করিছে
মানবের মাঝে, অপরূপ সাজে, অটুট থাকা মানব সম্প্রীতি,
আর ভুলে থাকা জাত-পাত, ধর্ম-বর্ণ -এর বিভেদ, বিদ্বেষ হীন গড়া এক দৃঢ় সেতু! ”

“এ দেশ কিংবা ভবে, এক ভাষা উচ্চকিত হবে,
আছে যত
হিন্দু, বৌদ্ধ, শিখ,জৈন কিংবা ইহুদি খ্রিস্টান
পঙ্গপালের মতো
এরা আমার কেউ নয়!
শত শত কোটি পঙ্গপাল তারা হয় যদি মানব
শুনে নেরে জারজ দুই গুজরাটি দানব
সকল মানব’ই হল আমার মায়ের পেটের ভাই
আমার অন্তরের অন্তস্তলে তাদের ঠাঁই! ”

“এ-ও শুনে নে,
আছে যত অশান্তি সৃষ্টিকারী,
তাদের ধারের কাছে কি থাকতে আমি পারি?
যারা সন্ত্রাসী নয় তারা মানব, নেইকো তাদের ধর্ম
তোদের সন্ত্রাসী জারজ দুই গুজরাটি ভাইয়ের মতোই তাদের কর্ম!”

“আমি মুসলিম,চির রণবীর, মরণ কে করিনা ভয়
আল্লাহ কে সদা করি স্মরণ!
যেথায় যে হেতুতে রয়েছে বাঁধা
সেচ্ছাই সেথা করিবো মৃত্যু বরণ!”

“মসজিদে আগুন দিয়ে হাসি খুশি হয় যদি হয়ে যাক তাদের মুখ।
মসজিদে আগুন দেওয়া দেখে জ্বলে যদি আমার বুক!
আর সূর্যের মতো উষ্ণতায় হলে রক্ত গরম,
আমাকে কি বাঁধা দেওয়া যাবে? করা যাবে মরম?
রবের দেওয়া অমর বাণী পবিত্র যে আল কুরআন
আগুন জ্বালিয়ে কি দমনো যাবে তাঁর বিজয় গান?
এ দেহেতে থাকলে এক বিন্দু ঈমানি রক্ত
মহান রব’ই দেখিয়ে দেবে আমি কার ভক্ত!”

“ইসলাম রবে না চাপা, এ যে রক্তের অক্ষরে ছাপা
অটুট ও অটল
সঙ্গ ও দর্শনে থাকে সদা, মহান রবেরই ওয়াদা
শক্তি ও বল,
তোদের মতো কিছু আরশোলা ভক্ষক,
কি করিবে ইসলাম-এর
মহান শক্তিশালী রব’ই যে তার রক্ষক!”

.
১২/০৩/২০২০

কালাম হাবিব সম্পর্কে

কবি কালাম হাবিব ১৯৯৯সালের ৬ই ফেব্রুয়ারি মালদা জেলার অন্তর্গত সাহাবান চক গ্রামে এক নিম্নবিত্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা লাল মহাম্মদ মিঞা ও মাতা রুকসেনা বিবি। মা বাবার তিন সন্তানের মধ্যে কনিষ্ঠ সন্তান। শিক্ষা শুরু হয় সাহাবান চক প্রাথমিক বিদ্যালয়ে ২০০৪ সালে। প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে ২০০৯সালে বেদরাবাদ হাই স্কুলে ভর্তি হন এবং ২০১৬ ও ২০১৮ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কলা বিভাগে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ বেদরাবাদ হাই স্কুল থেকেই। তার পর ওই বছরই উচ্চ শিক্ষার জন্য ভর্তি হন 'কালিয়াচক সুলতানগঞ্জ কলেজ'-এ।বর্তমানে পার্শ্বীয় কালিয়াচক সুলতানগঞ্জ কলেজ'এর বি এ সাম্মানিক বাংলা বিভাগে তৃতীয় বর্ষে পাঠরত। কবিতা লেখালেখির হাতেখড়ি দশম শ্রেণি পড়াকালীন , তবে আজও তার বেগ প্রবাহমান! কবির এই লেখালেখি বিশেষ কারও দ্বারা প্রভাবিত নয় বললেই চলে কবিতা পড়তে পড়তে ভাবনা আর সেই ভাবনা লিপিবদ্ধ করার অধীর আগ্রহই হাতে উঠে আসে কলম! কবিতার পাশা পাশি গল্প লেখাতেও কবির রয়েছে বিশেষ আগ্রহ ও মনোযোগ! কবির কবিতায় কথা বলে কলম, শরিয়তের মধ্যে থেকে সঠিক সত্য কল্যাণময় আদর্শের! কোন ভীরুতার ধার ধারেনা, সর্বাবস্থায় আওয়াজ তোলে সজীব তীক্ষ্ণ জীবন্ত দন্ড খান প্রতিবাদের শীর্ষক মাকামে! কবির প্রথম কবিতা "বেআইনি অস্ত্র ” এবং প্রথম গল্প " নৌকা যাত্রীরা"। বর্তমানে পার্শ্ববর্তী কয়েটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এর সাথে শিক্ষকতার কাজে যুক্ত রয়েছেন......

2 thoughts on “শুনে নে

  1. মানবের মাঝে, অপরূপ সাজে, অটুট থাকুক মানব সম্প্রীতি। নিরাপদ হোক পৃথিবী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।