সর্প মানব

আয়েশ করেই কাটাইলি জীবন, পাইলিনারে দুঃখের দেখা
অর্থহীন তোর সকল আমোদ, যতই দেখাস ভাগ্য রেখা
বিত্ত-বৈভব আর ক্ষমতার দাপটে, করেছিস কত দস্যিপণা
বাহুবলে সব লুটিয়ে নিয়েছো, ভেবেছো ওরা তো শস্যকণা

বাবা দারোগা আর মামা মন্ত্রী, আরও কত শত এমপি-বাবু
ক্ষমতার দাপটে অসহায় মানুষকে, অস্ত্রের মুখে করেছিস কাবু
নিরীহ জনতার সর্বস্ব লুটে, বানিয়েছিস মহা আলিশান বাড়ি
অবৈধ সম্পদের পবিত্রকরণে, দিয়েছিস অনেককে বিলাসী গাড়ি

তোদের খড়গে ছন্নছাড়া জীবন, মামলার জালে কত শত জন
বিচার-আদালতের বাহানায় পড়ে, নির্ঘূম রাতি ও আতঙ্কিত মন
মধ্যবিত্ত আর অসহায় গরীব, স্বপ্নেই খুঁজে ফেরে শান্তনার নীড়
বেঁচে থাকাই যেথায় বড্ড প্রাপ্তি, এতেই ভীষণ আত্মতৃপ্তি!!!!!

সাইদুর রহমান১ সম্পর্কে

স্নাতকোত্তর (চলমান), সমাজকর্ম বিভাগ, ওসমানিয়া বিশ্ববিদ্যালয় তারনাকা, হায়দ্রাবাদ-500007, তেলেঙ্গানা স্টেট, ভারত প্রকাশিত গ্রন্থঃ তিনটি, যথাক্রমে- মনঃপীড়া, মায়াজাল এবং পার্বতী রক্তের গ্রুপঃ এ পজিটিভ, জাতীয়তাঃ বাংলাদেশী।

3 thoughts on “সর্প মানব

  1. প্রত্যেকটি পাঠককে তার মনের কাঠগড়ায় পূর্ণাঙ্গ এক বাস্তবতার সম্মুখীন হতে হবে লিখাটি পড়লে। ___ মনে হলো অনেকদিন পর আপনার লিখা পড়লাম।

    অভিনন্দন মি. সাইদুর রহমান১। আপনার জন্য শুভকামনা রাখি সর্বদা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।