ভালবাসা

দখিনা বাতাসে পাতা ঝরা সুরে,
বসন্ত দোলা দেয় কোকিলের সুরে।
কুহুতানে দোলা লাগে ফাগুনি বাতাসে,
শুকতারা উকি দেয় মনেরি আকাশে।
ছাদে উঠে তারা গুলি গোনে বসে বসে,
আনমনা হয়ে মেঘে মেঘে ভাসে।
মুঠো ফোনে গুন গুন অবিরাম দিবসে,
বইগুলি কভারে ঢাকা পড়ে পাশে।
রাত কাটে ফেস বুকে না হয় এস এম এস এ,
নির্ঘুম সকালে, ধরে হতাশে।
চেতনাগুলি হারিয়ে যায় স্মৃতির পাহাড়ে।
বিবেকটা জমে যায় অস্তিত্বের তুষারে।

5 thoughts on “ভালবাসা

  1. ভালবাসা। চেতনা হারায় স্মৃতির পাহাড়ে আর বিবেক জমে যায় অস্তিত্বের তুষারে।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. সালাম আজাদ ভাই এই শব্দ  লিখতে  আমারও মন সায় দিচ্ছিলনা কেন জানি কলমে রআচড়েই আসল সাধারণত  এক সাইডে র ভালবাসায়  উদ্ভট  আচরণ করে  নিজের  খবরই থাকে না 

       

      আপনি কেমন আছেন শুভকামনা সব সময় https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।