উত্তাল মার্চ

=========================
একুশের তীব্র মেঘের ঘনঘাটা পর
৭ মার্চের ভাষণ! তারপর ২৬ মার্চ
স্বাধীনতার ঘোষণা; যার যাহা কিছু আছে
তাই নিয়ে মুক্তিযুদ্ধে জাপিয়ে পরল;

উত্তাল রক্ত বাতাস যেনো ঘন থেকে ঘনত্ব হলো;
তখন রক্তিম লাল সবুজের আকাশ-
প্রায় নয় মাস যুদ্ধের পর হানাদারবাহিনী মুক্ত হলো,
আমরা স্বাধীন হলাম অথচ স্বাধীনতার সুফল
ভোগ করতে পারচ্ছি না,

এখনো লালেটে হায়নার দল উত্থ পেতে আছে-
বিষধর কালনাগীনির মত ছবল মারবে বলে,
অতঃপর ৭ মার্চ আবার ফিরে আসো,
২৬ মার্চ আবার নতুন করে স্বাধীনতা ঘোষণা কর!
কেনো না আমরা নতুন করে স্বাধীনতার সুফল ভোগ করতে পারি;
ফিরে এসো- ফিরে এসো-৭ মার্চ কিংবা ২৬ মার্চ!
তুমি তো উত্তাল বাতাস স্বপ্ন দেখাবার মাঝি মাল্লার হাল!
তুমি তো সেই দিনের উত্তাল মার্চ।

১৭ ফাল্গুণ ১৪২৬, ০১ মার্চ ২০
———————————–—-

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “উত্তাল মার্চ

  1. উত্তাল মার্চ আমাদের জাতীয় জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ। বাঙ্গালী জাতির ইতিহাস কখনও অস্বীকার করতে পারবে না। কবিতায় মার্চ'কে স্মরণ করার জন্য শুভেচ্ছা প্রিয় কবি। অনেকদিন পর শব্দনীড়ে আপনার উপস্থিতি দেখে ভালো লাগলো। স্বাগতম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জ্বি মুরুব্বী দা সালাম নিবেন আশা করি ভাল আছেন

      অনেক দিন পর আসলাম মনমানসিকতা ভাল যাচ্ছিল না

      আশা করি নিয়মত হব – ভাল থাকুন——

    1. জ্বি মহী দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল ও সুস্থ থাকবেন——–

  2. যা চলে যায় তা আর ফিরে আসে না, তেমনি সেই স্বাধীনতা। যে উদ্দীপনায় বাংলার আম জনতা ঝাপিয়ে পড়েছিলো, আজ আর সেই আমজনতা নেই। আমরা সবাই বড্ড স্বার্থপর হয়ে গেছি। আর এই স্বার্থপরতার কারণেই মনে হচ্ছে দেশ তার স্বাধীনতা হারিয়ে ফেলেছে।

    1. ঠিক বলছেন

      এ অবস্থা থাকলে আবার কোন এক সময় আসবে

      অশেষ ধন্যবাদ জানাই———

      ভাল ও সুস্থ থাকবেন

মন্তব্য প্রধান বন্ধ আছে।