আজন্ম প্রেম…………….
দেহের মাদকী সুঘ্রাণের মতো
ব্যাথা বেদনা গুলো ও লেপ্টে থাকে বুকের গভীরে,
উনুনের আলোর মতো দাউদাউ করে জ্বলতে থাকে হৃদয়,
না চাইতেই তুমি এসে ধরা দাও,
কোন ভোরে এসে আমার ঘুম ভাঙাও,
চুপিচুপি কানাকানে এসে বলে যাও সুপ্রভাত সুপ্রিয়,
আকাশে ঘুম ঘুম তারা বাঁশ বনে জোনাকি,
কখনো কখনো স্বপ্নে তোমাকে পাই,
সীমারেখার সব বেড়াজাল ভেঙে ছুঁয়ে দাও
ভালোবাসার ঝড় তুলো,
কাঁঠালী চাঁপা গাছ দুলে ওঠে নিরবে,
শান্ত সমুদ্র প্রতিবাদে উত্তাল হয়,
শঙ্খচিল ওড়ে দূর আকাশের নীলিমায়,
পাহাড়ী অচেনা সুরের মত তুমি আসো,
কত আলোকবর্ষ পেরিয়ে ভোরের আলোর মতো তুমি এসে আমার লেখার টেবিলে ধরা দাও,
বড় কৃতজ্ঞ থাকি আমি তোমার কাছে,
তোমার মধ্যে পাই বৃষ্টিদিনের উদাসী ছন্দ,
রাতের নির্জনতা চুপি চুপি কথা বলে,
আবার মাঝে মাঝে তোমায় খুঁজে খুঁজে সারা কোথাও তোমাকে পাইনা,
কেন যে আমার সঙ্গে এত লুকোচুরি করো তুমি বুঝি না,
দিনগুলো স্মৃতি হয়,
স্মৃতি কাঁদে নিরালায়,
জীবনের কথাকলি প্রতিদিন বাজে,
কৃষ্ণচূড়ার রঙিন দিন গুলো কোথায় গেলো ?
আলোর প্রজাপতি বিকেলে কোথায় পথ হারালো ?
কাছের মানুষ অচেনা হলো কবে ?
অথচ —
কবিতায় তুমি আমার আজন্ম প্রেমিক,
এসব ছলনা তোমাকে মানায় না,
তোমাকে ভালোবাসি বলে মনে মনে সাত সমুদ্র পার করে মোহনার মুখে দেখি উত্তাল ঢেউ,
স্বপ্নদ্রষ্টা আমি জেগে থাকি নির্ঘুম রাত পার করি,
রাত গভীরে বনজ্যোৎস্নায় আলো অন্ধকারে আমি একলা হেঁটে যাই,
তোমার সঙ্গে কবিতায় আমার ঘর সংসার সেই কবে থেকে,
তোমার প্রতি আমার এতো রক্তের টান এতো মায়া
আমার সঙ্গে এত কেন ছলনা ?
আজ পর্যন্ত তোমাকে বুঝে উঠতে পারলাম না,
কখনো তোমার মাঝে দেখি ভালোবাসার স্বপ্ন সমুদ্দুর,
কখনো তুমি নিষ্ঠুর সাহারা মরুভূমি,
তবু যে তোমাকেই ভালোবাসি,
তোমাতেই বাঁচার প্রেরণা পাই আমি
তোমাতেই আমার আজন্ম প্রেম……………..
— ফারজানা শারমিন
০৫ – ০৩ – ২০২০ ইং
সতত শুভকামনা প্রিয় কবি ফারজানা শারমিন। অনবদ্য কবিতার এই অনুভব।
অসংখ্য ধন্যবাদ আপনাকে……………….
চমৎকার লিখেছেন
অসংখ্য ধন্যবাদ আপনাকে…………………
চমৎকার। খুব ভালো লাগলো।
অসংখ্য ধন্যবাদ………………….