আমি অপরাজিতা নারী……….
কতটুকু চিনতে পেরেছিলাম
আমরা দুজন দুজনকে,
আজ আর কোন প্রশ্ন নয়
নয় কারো কাছে কোন জবাবদিহিতা,
সোনার পেয়ালায় রাখা
অমৃত সুধা পান করেছি আমি
কেঁদেছি একাকী,
আজ আর কোন প্রশ্ন নয়
নয় কোন অনুশোচনা,
আমি প্রতিবার সফল হয়েছি
আরো সাহস নিয়ে
আরো শক্তি নিয়ে ফিরে এসেছি
আর নিজেই আগুনে পরিণত হয়েছি,
জয় করা না পর্যন্ত হাল ছেড়ে দেইনি,
জয় করা আমার প্রথম টার্গেট,
হোক তা কারো হৃদয় হোক তা পাহাড় সমান দুঃখ ।
কারো হৃদয় জয় করা খুব সহজ,
কিন্তু দুঃখ কে জয় করতে হয়
হাজার বার নিজেকে ভেঙে নিজেকে গড়ে,
হাজার বাধা বিঘ্ন পেড়িয়ে দুঃখ কে জয় করতে হয় |
আর যে দুঃখ কে জয় করতে পারে তার কাছে পৃথিবীর অসাধ্য বলতে কিছু নেই,
আর আমি সেই অপরাজিত নারী…………..
— ফারজানা শারমিন
হাজার বাধা বিঘ্ন পেড়িয়ে দুঃখ কে জয় করতে হয়।
যে দুঃখকে জয় করতে পারে তার কাছে পৃথিবীর অসাধ্য বলতে কিছু নেই।
অবশ্য সত্য এই বাণী কবি ফারজানা শারমিন। অভিনন্দন সহ শুভ হোক দিন।
অসংখ্য ধন্যবাদ……………….
বিশ্ব নারী দিবসের লাল গোলাপের শুভেচ্ছা রইর কবি আপু
অসংখ্য ধন্যবাদ আপনাকে………………
অসংখ্য ধন্যবাদ আপনাকে………………..
বিশেষ দিনে নয় নারীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাই প্রতি দিন …… চিরদিন!
অসংখ্য ধন্যবাদ আপনাকে……………….