প্রোমোটারি দৌরাত্ম্যে
দখিনা দুয়ার ঝেঁপে
সোকপিট স্থান সংকোচ,
অথচ অব্যয়ী সর্বনাশ
মাতমে মেতেছে আজ
পলাশের শিমুলের বেশে,
ধুন্ধুমার জ্বালা বুকে
গনগনিয়ে পুড়তে থাকি
প্রতিদিন, প্রতিটি প্রহর —-
অগত্যার উসকাঠিতে
হা- বসন্তের দিনে উপদিনে
অব্যর্থে আগুন দিই
বর্ণচোরা সংস্কারের আগল- বেড়াতে।
দীর্ঘ একটি সময় পর আপনার কবিতা পড়ে আনন্দিত হলাম আজ প্রিয় কবি বন্ধু।
স্বাগতম। 
অনিন্দ্য সুন্দর লেখনী
অসাধারণ এক মুগ্ধতা ছুঁয়ে গেলো কবি দিদি