কবিতা মুক্ত হও

এতোদিন পর ভাবের উদয় হলো!
এই রঙ্গমঞ্চ কবিতাকে মুক্তি দিবো
কি লাভ কিছুই খুঁজে পেলাম না;
যেটা বুঝেছি, যতটা তেল ভাজলেই
কবিতার গা আরও সুগন্ধী হয়ে প্রসার ঘটাই;

আমি ত তেলে ভাজতে পারছি না
সত্যই কবিতা তুমি মুক্ত হও-
এ ভুমি থেকে অথবা সুগন্ধ হাওয়া থেকে;
তোমার গায়ে শুধু হিংসা, বিদ্বেষ
শুধু ঘোরপাক খায়।

তোমার সৌন্দর্য ললাটে লুটে পড়ে
আমি পারছি না কেন, কবিতা মুক্ত হও-
তোমার এরকম রূপ লাবণ্য চাই না
যেখানে প্রতিবাদী হবে, বিবেক বোধ জাগ্রত থাকবে
অতঃপর সত্যই যদি এরকম না হতে পারো
তবে কবিতা তুমি মুক্ত হও।

২৫ ফাল্গুণ ১৪২৬, ০৯ মার্চ ২০
——————————-

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “কবিতা মুক্ত হও

  1. অসৌন্দর্যের নাগপাশ থেকে সত্য কবিতার সত্য রূপ মুক্তি পাক। নিরন্তর শুভেচ্ছা কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জ্বি  ‍মুরুব্বী দা কবিতা ত তাই হওয়া উচিত
      সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন—————-

    1. জ্বি  ‍মহী দা 
      সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন—————-

    1. জ্বি  ইসিয়াক দা 
      সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন—————-

মন্তব্য প্রধান বন্ধ আছে।