ভাই, তোমা জীবন শত রঙিন চালে,
“ভরে উঠুক মুক্ত পবন তালে তালে,
হাজার দিশায় পেয়ে যাক স্বর্গ পথ,
শান্তি মোহনায় মিলে যাক মনোরথ!
ক্ষণিকের ভবে উদাস হোক না মন,
সত্যের ইস্পাতে গড়ে নিও জীবন!”
“স্কুল কলেজ আর ভার্সিটির জ্ঞান
তোমায় না যেন দেয় কুকর্মে ধ্যান!
রবের ঐ রজ্জুকে আঁকড়ে ধরতে,
ভবে শান্তির মিনার প্রতিষ্ঠা করতে,
পরকালে ধরতে ডান হস্তের পথ,
কঠিন ইস্পাতে গড়ে নিও মনোরথ!”
“পদে পদে কষ্টের ফিনকি ছুটুক যত,
না সরায়ে পদ সত্যে থাকুক অবিরত!
ছোটো খাটো লাভ হলেও অহরহ
পাপের সরোবরে রেখো না মোহ,
সদা পূণ্যের পথে সবে চক্ষু মেলে,
হাতে হাত ধরে ঐক্য গড়ে গেলে,
ধেয়ে আসবে শান্তির মোহনায় সাম্য
যদি ভবে এ হয় মানবের মনস্কাম্য!”
_________
*মনস্কাম্য
*Ideal man
১২/০৩/২০২০
সাবলীল সুন্দর উপস্থাপন ।
আপনার সাবলীল মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয় কবি!
বাহ্। শুভেচ্ছা সহ অভিনন্দন কবি কালাম হাবিব। অনেকদিন পর আপনার লিখা পড়লাম।