চলো একটা সমুদ্রে বেড়াতে যাবো
শুধু তুমি আর আমি।
সমুদ্রের শীতল হাওয়া আর বালির চাদরে
তুমি আর আমি বসবো হাতে হাত ধরে।
ইচ্ছে হলেই বেশ তোমার কাধেঁ মাথা রেখে,
না বলা গল্প, না বলা স্বপ্ন, অসম্পূর্ণ ইচ্ছা,
সবটা বলবো তোমাকে।
খুব কান্না পেলে জড়িয়ে ধরে কাদবো
তুমি আলতো করে এক আদুরে সোহাগে
বুকে জড়িয়ে নিবে আমায়।
সমুদ্রের শীতল হাওয়ায় এলোমেলো
আমার চুলে হাত বুলাবে,
তারপর সন্ধ্যা নামবে
সমুদ্রের বিশাল ঢেউ
আমার সমস্ত দুঃখগুলো বয়ে নিয়ে যাবে।
আর এমন সময়
তুমি আমার প্রিয় গানটা গাইবে
বাড়িয়ে দাও তোমার হাত…তোমার হাত…
6 thoughts on “বাড়িয়ে দাও তোমার হাত”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সাবলীল সুন্দর উপস্থাপন ।
ধন্যবাদ
টাফ্ রোম্যান্টিক কবিতা।
শুভ সকাল কবি। ভালো থাকুন, ভালো রাখুন। 
ধন্যবাদ
স্বাগতম।
নিরন্তর ভালোবাসা কবি বোন।