এক আকাশ ভালোবাসা…

এক আকাশ ভালোবাসা…..
কি লিখবো কি লিখবো এই ভাবতে ভাবতেই
আর লিখা হয়ে উঠে না,
কেটে যায় দিন রাত্রি চলে যায় বেলা,
রয়ে যায় কতো শত অলিখিত গল্প কবিতা
গল্প অদৃশ্য প্রায়, কবিতার উপমা আজ নিশ্চুপ,
ছন্দেরা গেছে দূর হারিয়ে সময়ের সাগরে দিয়েছি ডুব,
কথা ছিল আসবো ফিরে শব্দের তীরে
তবু হয় না ফিরে আসা,
খুঁজে নিও অব্যক্ততার মাঝে লুকিয়ে থাকা হাজার ও কথার ছন্দ আঁকা
খুঁজে নিও নিশ্চুপ থাকার নিরবতা,
সেখানে শুধু একমাত্র তোমারই জন্য নিজেক ঢেকে রাখা
খুঁজে নিও সব কল্পনার কড়িডোরে,
সবকিছু তোমায় নিয়ে বিভোর থাকা খুঁজে নিও নিঃশব্দতার মাঝে,
ভালো থাকুক সব গল্প- কবিতা,
তোমার জন্য এক আকাশ ক্লান্ত হৃদয়ের ভালোবাসা………..

— ফারজানা শারমিন
২৪ – ০৩ – ২০২০ ইং

9 thoughts on “এক আকাশ ভালোবাসা…

  1. সবকিছু তোমায় নিয়ে বিভোর থাকা খুঁজে নিও নিঃশব্দতার মাঝে,
    ভালো থাকুক সব গল্প- কবিতা,
    তোমার জন্য এক আকাশ ক্লান্ত হৃদয়ের ভালোবাসা……….. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. পরের লেখার অপেক্ষায় থাকলাম। ভালো লেগেছে

  3. এক আকাশ ক্লান্ত হৃদয়ের ভালোবাসা। বাহ্। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।