করোনাকাল

ed-1-226

করোনায় সবকিছু নির্বাক স্তব্ধ
হোম কোয়ারেন্টাইন চির শিরোধার্য
করোনা হিংস্র এটা মহাসত্য।

কারও চোখে ঘুম নেই করোনা আসন্ন
করোনার বিস্তার ছুঁয়েছে দিগন্ত
সব দেশ সব জাতি হৃদয়ে বিষণ্ন,
সবার অনু ভাবনায় শুধু একটাই প্রশ্ন
কখন যে হবে ভোর আসবে হেমন্ত।

2 thoughts on “করোনাকাল

  1. সবার অনু ভাবনায় শুধু একটাই প্রশ্ন … কখন যে হবে ভোর আসবে হেমন্ত। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।